আইএসআইএল ‘খেলাফত’ প্রতিষ্ঠার ঘোষণা দিল

সন্ত্রাসী গোষ্ঠী ইসলামিক স্টেট অব ইরাক অ্যান্ড দ্যা লিভান্ট বা আইএসআইএল তথাকথিত ‘খেলাফত’ প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছে। এই গোষ্ঠীর ওয়েব সাইটে প্রকাশিত একটি অডিও বার্তায় এ ঘোষণা দিয়েছেন আইএসআইএল’র মুখপাত্র আবু মোহাম্মদ আল-আদানি। এতে, সন্ত্রাসী গোষ্ঠীটির নেতা আবু

আইএসআইএল ‘খেলাফত’ প্রতিষ্ঠার ঘোষণা দিল
সন্ত্রাসী গোষ্ঠী ইসলামিক স্টেট অব ইরাক অ্যান্ড দ্যা লিভান্ট বা আইএসআইএল তথাকথিত ‘খেলাফত’ প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছে। এই গোষ্ঠীর ওয়েব সাইটে প্রকাশিত একটি অডিও বার্তায় এ ঘোষণা দিয়েছেন আইএসআইএল’র মুখপাত্র আবু মোহাম্মদ আল-আদানি। এতে, সন্ত্রাসী গোষ্ঠীটির নেতা আবু বকর আল-বাগদাদিকে তাদের ভাষায় ‘সব মুসলমানের নেতা’ এবং ‘খলিফা’ হিসেবে ঘোষণা করা হয়েছে।

এ ছাড়া, উত্তরাঞ্চলীয় সিরিয়ার আলেপ্পো নগরী থেকে পূর্বাঞ্চলীয় ইরাকের দিয়ালা পর্যন্ত কথিত খেলাফতের সীমানা হবে বলেও এ মুখপাত্র দাবি করেছেন।

সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল পশ্চিমা দেশগুলো এবং তাদের আরব ও আঞ্চলিক মিত্রদের আর্থিকসহ সব ধরণের সহায়তায় সিরিয়া ও ইরাকে ত্রাস ও বর্বরতার প্রতীক হয়ে উঠেছে।

গত ১০ জুন তাকফিরি সন্ত্রাসীরা নেইনাভাহ প্রদেশের প্রধান শহর মসুল দখল করে নেয়। তারা রাজধানী বাগদাদ থেকে ১৪০ কিলোমিটার উত্তর-পশ্চিমাঞ্চলের তিকরিত শহরটিও নিয়ন্ত্রণ নেয়। এ সময়ে রাজধানী বাগদাদ দখলের হুমকি দেয় এ গোষ্ঠী।

এদিকে, ইরাকের সেনাবাহিনী দেশটির পূর্ব ও উত্তরাঞ্চলে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল'র বিরুদ্ধে নির্মূল অভিযান চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। ইরাকি সেনা ও সেচ্ছাসেবী বাহিনীর প্রতিরোধে মুখে আইএসআইএল'র অগ্রাভিযান থেমে গেছে।
 

 

নতুন কমেন্ট যুক্ত করুন