শিশুদের আত্মঘাতী হামলায় ব্যবহার করছে সিরিয়ার বিদ্রোহীরা

সিরিয়ায় তৎপর বিদেশি মদদপুষ্ট বিদ্রোহীরা সেদেশের শিশুদেরকে আত্মঘাতী হামলা চালাতে উৎসাহিত করছে বলে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ জানিয়েছে।

শিশুদের আত্মঘাতী হামলায় ব্যবহার করছে সিরিয়ার বিদ্রোহীরা
সিরিয়ায় তৎপর বিদেশি মদদপুষ্ট বিদ্রোহীরা সেদেশের শিশুদেরকে আত্মঘাতী হামলা চালাতে উৎসাহিত করছে বলে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ জানিয়েছে।

হিউম্যান রাইটস ওয়াচ এক প্রতিবেদনে জানিয়েছে, সিরিয়ার বিদ্রোহীরা বিশেষ করে আল-কায়েদা সমর্থিত তথাকথিত ইসলামিক স্টেট অব ইরাক অ্যান্ড দ্যা লেভান্ট বা আইএসআইএল’র সন্ত্রাসীরা ১৫ বছরের শিশুদেরকে সরকার বিরোধী যুদ্ধে ব্যবহার করছে।

প্রতিবেদনে আরো বলা হয়েছে, সিরিয়ার সন্ত্রাসী গ্রুপ বিভিন্ন মিথ্যা প্রলোভন দিয়ে শিশুদেরকে ব্যবহার করছে। তারা শিশুদেরকে অস্ত্র প্রশিক্ষণ দিয়ে আত্মঘাতী হামলার মিশনে পাঠাচ্ছে।

এদিকে, নেইনাভা, সালাউদ্দিন ও আল-আনবার প্রদেশে আইএসআইএল’র নৃশংস কর্মকাণ্ডের বহু নথিপত্র জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ও মানবাধিকার কমিশনের কাছে হস্তান্তর করেছে ইরাকের মানবাধিকার বিষয়ক মন্ত্রণালয়।
 

 

নতুন কমেন্ট যুক্ত করুন