ইরানে পশ্চিম সীমান্ত দিয়ে ঢোকার সময় নিহত হয় সশস্ত্র সন্ত্রাসীরা

ইসলামি প্রজাতন্ত্র ইরানের পশ্চিম সীমান্ত দিয়ে ঢোকার চেষ্টাকালে নিহত হয়েছে বহু সন্ত্রাসী। এসব সন্ত্রাসী ‘পার্টি ফর ফ্রি লাইফ অব কুর্দিস্তান’ বা পেজাক’র সদস্য।

ইরানে পশ্চিম সীমান্ত দিয়ে ঢোকার সময় নিহত হয় সশস্ত্র সন্ত্রাসীরা
ব্রিগেডিয়ার জেনারেল আহমাদরেজা পুরদাস্তান
ইসলামি প্রজাতন্ত্র ইরানের পশ্চিম সীমান্ত দিয়ে ঢোকার চেষ্টাকালে নিহত হয়েছে বহু সন্ত্রাসী। এসব সন্ত্রাসী ‘পার্টি ফর ফ্রি লাইফ অব কুর্দিস্তান’ বা পেজাক’র সদস্য।

ইরানের সেনাবাহিনীর পদাতিক ইউনিটের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আহমাদরেজা পুরদাস্তান বলেছেন, “পেজাক সন্ত্রাসীরা অস্ত্র ও বিস্ফোরক নিয়ে পশ্চিম সীমান্ত দিয়ে ইরানে ঢোকার চেষ্টা করেছিল এবং তারা ইরানে সন্ত্রাসী তৎপরতা চালানোর পরিকল্পনা করেছিল। কিন্তু তারা সীমান্ত অতিক্রম করার পরপরই সেনাবাহিনী অভিযান শুরু করে। সেনাবাহিনী তাদের পরিকল্পনা ভেস্তে দিয়েছে। এ অভিযানে বহু সন্ত্রাসী নিহত হয়েছে। আহত হয়েছে আরও কয়েক জন।”

ইরানি সেনা কমান্ডার আরও বলেছেন, দেশের পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সীমান্তে পদানিক বাহিনীর সেনারা মোতায়েন রয়েছে এবং তারা সীমান্ত রক্ষায় খুবই পারদর্শী।
পেজাক হচ্ছে সন্ত্রাসী গোষ্ঠী কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি বা পিকেকে’র অঙ্গসংগঠন। এর সদস্যরা মাঝে মধ্যেই ইরানের পশ্চিমাঞ্চল, ইরাকের উত্তরাঞ্চল ও তুরস্কের দক্ষিণাঞ্চলে ভয়াবহ হামলা চালিয়ে থাকে।
সূত্রঃ তেহরান রেডিও

 

নতুন কমেন্ট যুক্ত করুন