চীন আটক করেছে জাপানি জাহাজ

চীনের পক্ষ থেকে একটি জাপানি কার্গো জাহাজ আটকের ঘটনায় দু’দেশের সম্পর্কে আবার টানাপড়েন সৃষ্টি হয়েছে। জাপানের শীর্ষ সরকারি মুখপাত্র হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পূর্ববর্তী দেনার দায়ে জাহাজ আটকের এ ঘটনা দ্বিপক্ষীয় বাণিজ্যিক সম্পর্কক

চীন আটক করেছে জাপানি জাহাজ

চীনের পক্ষ থেকে একটি জাপানি কার্গো জাহাজ আটকের ঘটনায় দু’দেশের সম্পর্কে আবার টানাপড়েন সৃষ্টি হয়েছে। জাপানের শীর্ষ সরকারি মুখপাত্র হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পূর্ববর্তী দেনার দায়ে জাহাজ আটকের এ ঘটনা দ্বিপক্ষীয় বাণিজ্যিক সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করবে।

চীন সাগরের বিতর্কিত দিয়াইয়ু দ্বীপপুঞ্জের মালিকানা নিয়ে টোকিও ও বেইজিংয়ের মধ্যে টানাপড়েনের মধ্যে নতুন করে এ বিতর্ক তৈরি হলো।

সাংহাই নৌ চলাচল বিষয়ক আদালত বলেছে, এটি শনিবার জাপানের মিতসুই ওএসকে লাইন্সের মালিকানাধীন কার্গো জাহাজ ‘বায়োসটিল ইমোশোন’ আটক করেছে। আদালত বলেছে, ১৯৩৬ সালে জাপানের পক্ষ থেকে ভাড়ায় নেয়া দু’টি চীনা জাহাজের দায়ে এই কার্গো জাহাজটি আটক করা হয়েছে।

জাপানের কিয়োদো বার্তা সংস্থা জানিয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর জাপানি সেনাবাহিনী ওই জাহাজ দু’টি ব্যবহার করে এবং এক পর্যায়ে এগুলো সাগরে ডুবে যায়।

জাপানের চিফ কেবিনেট সচিব ইওশিহিদে সুগা আজ (সোমবার) বলেছেন, হঠাৎ করে কার্গো জাহাজটি আটকের ঘটনাকে জাপান সরকার অত্যন্ত ‘দুঃখজনক’ বলে বিবেচনা করছে। চীনে তৎপর জাপানি বাণিজ্যের ওপর এটি ক্ষতিকর প্রভাব ফেলবে। এ ঘটনায় টোকিও 'গভীর উদ্বেগ' প্রকাশ করছে বলেও জানান তিনি।
 

 

নতুন কমেন্ট যুক্ত করুন