পাক সরকার আস্থা সৃষ্টির লক্ষ্যে ১২ তালেবান বন্দিকে মুক্তি দিতে পারে

পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ ১২ তালেবান বন্দির মুক্তির বিষয়টি অনুমোদন করেছেন। নিষিদ্ধ ঘোষিত তেহরিকে তালেবান পাকিস্তান (টিটিপি)’র আস্থা অর্জন এবং আবার শান্তি আলোচনা শুরু করার লক্ষ্যে এ পদক্ষেপ নেয়া হয়েছে বলে নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে পাকিস

পাক সরকার আস্থা সৃষ্টির লক্ষ্যে ১২ তালেবান বন্দিকে মুক্তি দিতে পারে
পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ ১২ তালেবান বন্দির মুক্তির বিষয়টি অনুমোদন করেছেন। নিষিদ্ধ ঘোষিত তেহরিকে তালেবান পাকিস্তান (টিটিপি)’র আস্থা অর্জন এবং আবার শান্তি আলোচনা শুরু করার লক্ষ্যে এ পদক্ষেপ নেয়া হয়েছে বলে নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে পাকিস্তানে ইংরেজি দৈনিক ডন জানিয়েছে।

এ সব সূত্র থেকে জানানো হয়েছে, আগামী কয়েক দিনের মধ্যে এই ১২ সন্দেহভাজন জঙ্গিকে মুক্তি দেয়া হতে পারে। তবে এদের মধ্যে তালেবানের গুরুত্বপূর্ণ কেউ নেই। এর আগে আলোচনায় নিযুক্ত পাক সরকারের প্রতিনিধিদের কাছে বন্দিদের একটি তালিকা হস্তান্তর করে টিটিপি। তবে দক্ষিণ ওয়াজিরিস্তানে একটি শান্তি এলাকা ঘোষণা করার এবং তালেবানের নিরাপদে চলাফেরা করার সুযোগ দেয়ার যে দাবি টিটিপি করেছিল পাক সরকার তা মেনে নেয়নি।

এ ছাড়া, নওয়াজ শরীফ চীন সফর শেষে দেশে ফিরে এলে তালেবানের সঙ্গে নতুন করে আলোচনা শুরু হতে পারে বলে পাকিস্তানের নির্ভরযোগ্য সূত্রগুলো জানিয়েছে। এই আলোচনা উত্তর ওয়াজিরিস্তানের সীমান্তবর্তী থাল জেলার বুলান্দখেলে শুরু হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে, টিটিপি যে একমাসের যুদ্ধবিরতি ঘোষণা করেছিল তার মেয়াদ গত ১০ এপ্রিল শেষ হয়ে গেছে। শুরার বৈঠকে এ সংক্রান্ত পরিস্থিতি পর্যালোচনা করা হবে বলে টিটিপি জানিয়েছে।
 

নতুন কমেন্ট যুক্ত করুন