অনুসন্ধান টিম: নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার হবে ‘কয়েকদিনের মধ্যেই’

মালয়েশিয়া এয়ারলাইন্সের নিখোঁজ যাত্রীবাহী বিমানের ধ্বংসাবশেষ আর ‘কয়েকদিনের মধ্যেই’ পাওয়া যাবে বলে অনুসন্ধান টিমের প্রধান আশা প্রকাশ করেছেন। এয়ার চিফ মার্শাল অ্যাঙ্গাস হাউস্টন আজ (বুধবার) বলেছেন, অনেকগুলো সিগন্যালের সূত্র ধরে তারা ভারত মহাসাগরের একটি

অনুসন্ধান টিম: নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার হবে ‘কয়েকদিনের মধ্যেই’
মালয়েশিয়া এয়ারলাইন্সের নিখোঁজ যাত্রীবাহী বিমানের ধ্বংসাবশেষ আর ‘কয়েকদিনের মধ্যেই’ পাওয়া যাবে বলে অনুসন্ধান টিমের প্রধান আশা প্রকাশ করেছেন। এয়ার চিফ মার্শাল অ্যাঙ্গাস হাউস্টন আজ (বুধবার) বলেছেন, অনেকগুলো সিগন্যালের সূত্র ধরে তারা ভারত মহাসাগরের একটি ছোট এলাকা শনাক্ত করেছেন। তিনি আশা করছেন, কয়েকদিনের মধ্যে সমুদ্রের নীচে এমন কিছু পাওয়া যাবে যা দিয়ে প্রমাণিত হবে এটি ছিল এমএইচ৩৭০ ফ্লাইটের শেষ গন্তব্য।

অস্ট্রেলিয়ার অনুসন্ধানকারী জাহাজ ওশেন শিল্ড এ পর্যন্ত দুইবার এমন সিগন্যাল শনাক্ত করেছে যা নিখোঁজ বিমানের ব্ল্যাক বক্স থেকে নির্গত বলে মনে করছেন উদ্ধারকারীরা। সমুদ্রপৃষ্ঠ থেকে ৪,৫০০ মিটার গভীর থেকে সিগন্যালটি ভেসে এসেছে এবং অস্ট্রেলিয়ার পার্থ থেকে ১,৬০০ কিলোমিটার উত্তর-পশ্চিমের ৬০০ বর্গকিলোমিটার এলাকাকে সম্ভাব্য অনুসন্ধানের স্থান হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর আগে হাজার হাজার বর্গকিলোমিটার এলাকায় তল্লাশি চালিয়েছে অনুসন্ধানকারী দলগুলো। ওশেন শিল্ডসহ বিভিন্ন দেশের আরো ১৩টি জাহাজ ভারত মহাসাগরে তল্লাশি চালাচ্ছে।

হাউস্টন বলেছেন, সর্বশেষ মঙ্গলবার সম্ভাব্য ব্ল্যাকবক্স থেকে দু’বার সিগন্যাল পাওয়া গেছে। এর একটির স্থায়ীত্ব ছিল পাঁচ মিনিট ৩২ সেকেন্ড এবং অন্যটি প্রায় সাত মিনিট ধরে শোনা গেছে। তার মতে, এবারের সিগন্যাল আরো সুনির্দিষ্টভাবে ব্ল্যাকবক্সটির সম্ভাব্য অবস্থান শনাক্ত করতে সাহায্য করবে। সম্প্রতি একটি চীনা জাহাজ দু'বার প্রথম সম্ভাব্য ফ্লাইট রেকর্ডারের সংকেত পাওয়ার কথা জানিয়েছিল।

গত ৮ মার্চ কুয়ালালামপুর থেকে বেইজিংগামী যাত্রীবাহী বিমানটি ২৩৯ জন আরোহীসহ নিখোঁজ হয়ে যায়। যেকোনো বিমানের ব্ল্যাকবক্স ৩০ দিন পর্যন্ত সিগন্যাল পাঠাতে পারে। সে হিসাবে একমাসেরও বেশি সময় পার হওয়ার কারণে মালয়েশিয়া এয়ারলাইন্সের নিখোঁজ বিমানটি থেকে আর কোনো সংকেত আসবে কি না তা নিয়েও সংশয় প্রকাশ করেছেন অনেকে।
সূত্রঃ রেডিও তেহরান

নতুন কমেন্ট যুক্ত করুন