মার্কিন সেনাবাহিনীতে যৌন নির্যাতন

মার্কিন সেনাবাহিনীতে যৌন নির্যাতন

মার্কিন সেনাবাহিনীতে যৌন নির্যাতন

মার্কিন, সেনাবাহিনী, আমেরিকা, যৌন, ভার্জিনিয়া, কর্নেল, Shia, Sunni, Islam, Quran, Karbala, najaf, kufa, mashad, samera, madina, makka, jannatul baqi, kazmain, ali, Fatima, hasan, hussain, mohammad, imam mahdi, সিফফিন, জামালের যুদ্ধ, নারওয়ানের যুদ্ধ, খলিফা, খেলাফত, ইমামত, আলী, সিদ্দীক, ফারুক, মোর্তযা, বদর, ওহদ, খন্দক, খায়বার, বণী সাকিফা, বণী সায়াদা, সাহাবী
লে. কর্নেল জোসেফ মোর্স
আমেরিকার সেনাবাহিনীর যৌন নির্যাতনবিরোধী এক শীর্ষস্থানীয় আইনজীবীর বিরুদ্ধে এবারে এক নারী সহকর্মীকে যৌন নির্যাতন চালানোর অভিযোগ আনা হয়েছে।

২০১১ সালে ভার্জিনিয়ায় যৌন নির্যাতন বিরোধী আইন সংক্রান্ত এক সম্মেলনে ওই নারী সহকর্মী তার লালসার শিকার হন। অভিযুক্ত আইনজীবী লে. কর্নেল জোসেফ মোর্সকে এরইমধ্যে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
মোর্সের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ গত ফেব্রুয়ারি মাসে প্রথম স্টারস অ্যান্ড স্ট্রিপ সংবাদপত্রে প্রকাশিত হয় এবং পরে তা সত্য বলে স্বীকার করে মার্কিন সেনাবাহিনী।

যৌন ও পারিবারিক নির্যাতনের ঘটনা সংক্রান্ত বিষয়ে কাজ করেন-মার্কিন সেনাবাহিনীর এরকম প্রায় ২৮ জন আইনজীবীকে নজরদারির দায়িত্বে নিয়োজিত ছিলেন কর্নেল মোর্স।

নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন সেনাবাহিনীর এক নারী আইনজীবী অভিযোগ করেন, একটি হোটেল কক্ষে তাকে যৌন নির্যাতন চালানো ও চুমু দেয়ার চেষ্টা করেছিলেন জোসেফ মোর্স। মোর্সের বিরুদ্ধে আনা অভিযোগের তদন্ত চলছে তবে, এখনো আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়নি।

এদিকে, মার্কিন সেনাবাহিনীতে যৌন নির্যাতনের ঘটনা বাড়ছে এবং গত বছর ৫ হাজার ৪০০টি যৌন নির্যাতনের ঘটনা ঘটেছে। যৌন নির্যাতনের মতো ঘটনা শক্ত হাতে মোকাবেলা করার জন্য মার্কিন সেনাবাহিনীর আইন আমূল সংস্কারে যে বিল উত্থাপন করা হয়েছে, তা কার্যত সিনেটে আটকে আছে।

যৌন নির্যাতনের দায়ে অভিযুক্ত মার্কিন সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল জাফরি সিনক্লেয়ার তার বিরুদ্ধে উত্থাপিত কয়েকটি অভিযোগ গত বৃহস্পতিবার মেনে নিয়েছেন। তার আইনজীবী বলেছেন, এতে বিচারে সুবিধা পাবেন জেনারেল সিনক্লেয়ার।
সূত্রঃ রেডিও তেহরান

 

নতুন কমেন্ট যুক্ত করুন