হুগো চ্যাভেজের মৃত্যুবার্ষিকীতেও পুলিশ-বিক্ষোভকারী সংঘর্ষ

ভেনিজুয়েলার রাজধানী কারাকাসে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে আবারও ব্যাপক সংঘর্ষ হয়েছে। দেশটির সাবেক প্রেসিডেন্ট হুগো চ্যাভেজের প্রথম মৃত্যুবার্ষিকী পালনের একই সময়ে এ সংঘর্ষ হলো।

হুগো চ্যাভেজের মৃত্যুবার্ষিকীতেও পুলিশ-বিক্ষোভকারী সংঘর্ষ
ভেনিজুয়েলার রাজধানী কারাকাসে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে আবারও ব্যাপক সংঘর্ষ হয়েছে। দেশটির সাবেক প্রেসিডেন্ট হুগো চ্যাভেজের প্রথম মৃত্যুবার্ষিকী পালনের একই সময়ে এ সংঘর্ষ হলো।

বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে পেট্রোল বোমা ও পাথর ছুঁড়েছে। এ সময় পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করে। তবে সংঘর্ষে কেউ হতাহত হয়নি। এর আগে গত মঙ্গলবারও প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ করে সরকার বিরোধীরা। দেশটিতে এখনও হুগো চ্যাভেজের মৃত্যু বার্ষিকীর নানা অনুষ্ঠান চলছে। ২০১৩ সালের ৫ মার্চ দেশটির সাম্রাজ্যবাদবিরোধী প্রেসিডেন্ট হুগো চ্যাভেজ মৃত্যুবরণ করেন। এরপর নির্বাচনের মাধ্যমে হুগো চ্যাভেজেরই পছন্দের প্রার্থী নিকোলাস মাদুরো জয়ী হন।

গত ১২ ফেব্রুয়ারি থেকে ভেনিজুয়েলায় সরকারের পক্ষে ও বিপক্ষে বিক্ষোভ চলছে। সরকার বিরোধীরা বলছে, প্রেসিডেন্ট মাদুরোর ভুল নীতির কারণে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেড়ে গেছে। দেশে নিত্য প্রয়োজনীয পণ্যের সরবরাহও কমে গেছে বলে তাদের অভিযোগ। সরকার সমস্যা সমাধানে আলোচনার ডাক দিলেও তাতে অংশ না নেয়ার ঘোষণা দিয়েছে বিরোধীরা।

এদিকে, ভেনিজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো বলেছেন, তার দেশে সরকারের বিরুদ্ধে অভ্যুত্থানের ষড়যন্ত্র করছে আমেরিকা। এ লক্ষ্যে ওয়াশিংটন সরকার বিরোধীদের সমর্থন দিচ্ছে বলে জানান তিনি।
 

 

নতুন কমেন্ট যুক্ত করুন