ব্রিটিশ শিক্ষার্থীরা বেছে নিচ্ছে ‘নীল পথ’

ব্রিটেনের বিশ্ববিদ্যালয়ের বহু ছাত্র-ছাত্রী শিক্ষা-খরচ মেটানোর জন্য ‘নীল পথ’ বেছে নিতে বাধ্য হচ্ছে। তারা অনেকেই নীল ছবিতে অংশ নিয়ে শিক্ষাব্যয় মেটানোর চেষ্টা করছে।

ব্রিটিশ শিক্ষার্থীরা বেছে নিচ্ছে ‘নীল পথ’
ব্রিটেনের বিশ্ববিদ্যালয়ের বহু ছাত্র-ছাত্রী শিক্ষা-খরচ মেটানোর জন্য ‘নীল পথ’ বেছে নিতে বাধ্য হচ্ছে। তারা অনেকেই নীল ছবিতে অংশ নিয়ে শিক্ষাব্যয় মেটানোর চেষ্টা করছে।

সম্প্রতি এক গবেষণা থেকে এ তথ্য বেরিয়ে এসেছে। ব্রিটেনের লিড্‌স বিশ্ববিদ্যালয় ওই গবেষণা প্রতিবেদন প্রকাশ করেছে। এতে বলা হয়েছে- নগ্ন নৃত্য ক্লাবের এক-তৃতীয়াংশর বেশি সদস্য বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

রিপোর্ট বলছে, উচ্চ শিক্ষাক্ষেত্রে ব্যয় অনেক বেশি বেড়ে গেছে। পাশাপাশি শিক্ষাখাতে সরকারি ঋণ সুবিধা সংকুচিত হয়েছে। এসব কারণে শিক্ষাব্যয় মেটানোর জন্য বেশিরভাগ শিক্ষার্থী এখন নীল ছবি কিংবা নগ্ন-নৃত্যের ক্লাবে নিযুক্ত হতে বাধ্য হচ্ছে।

গবেষণা রিপোর্টে বলা হয়েছে- পরিস্থিতি এতটাই নাজুক যে, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার আগেই উচ্চ শিক্ষার খরচ মেটানোর জন্য অনেকে নগ্ন-নৃত্যের চর্চা করা শুরু করে যাতে প্রয়োজনীয় অর্থের ব্যবস্থা করা সহজ হয়।

২০১২ সালে ব্রিটিশ সরকার দেশে উচ্চ শিক্ষারক্ষেত্রে টিউশন ফি ব্যাপকভাবে বাড়িয়ে দেয় যা বার্ষিক ৯,০০০ পাউন্ডের কম নয়। ধারণা করা হচ্ছে- তারই প্রভাব হিসেবে দেশটির বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মধ্যে নীল পথ বেছে নেয়ার প্রবণতা অনেক বেড়েছে।

টিউশন ফি বাড়ানোর বিরুদ্ধে সে সময় ব্রিটিশ সরকারের বিরুদ্ধে ব্যাপক ছাত্র-বিক্ষোভ হয়েছিল।
সূত্রঃ রেডিও তেহরান

নতুন কমেন্ট যুক্ত করুন