জাফার সাদর হলেন মুকতাদা সাদরের স্থলাভিষিক্ত

ইরাকের ইসলামিক সুপ্রিম কাউন্সিলের সংবাদ বিষয়ক ওয়েব সাইট আজ এক সংসদীয় সূত্রের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, সাদর মুভমেন্টের নেতৃত্ব গ্রহণের জন্য আয়াতুল্লাহ শহীদ সাইয়্যেদ মুহাম্মাদ বাকের সাদরের পুত্র জাফার সাদরের প্রতি আহবান জানিয়েছেন মুভমেন্টের সাবেক প্রধ

জাফার সাদর হলেন মুকতাদা সাদরের স্থলাভিষিক্ত
ইরাকের ইসলামিক সুপ্রিম কাউন্সিলের সংবাদ বিষয়ক ওয়েব সাইট আজ এক সংসদীয় সূত্রের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, সাদর মুভমেন্টের নেতৃত্ব গ্রহণের জন্য আয়াতুল্লাহ শহীদ সাইয়্যেদ মুহাম্মাদ বাকের সাদরের পুত্র জাফার সাদরের প্রতি আহবান জানিয়েছেন মুভমেন্টের সাবেক প্রধান মুকতাদা সাদর।
মুকতাদা সাদরের রাজনৈতিক অঙ্গন থেকে সরে দাঁড়ানোর পর সাদর মুভমেন্টের বিভিন্ন পদেও চোখে পড়ার মত পরিবর্তন এসেছে।
সাদর মুভমেন্টের প্রধান গত ১৮ই ফেব্রুয়ারী বাগদাদে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে রাজনীতি থেকে সরে দাঁড়ানোর কথা ঘোষণা দিয়ে বলেন : রাজনীতি অত্যাচার, স্বেচ্ছাচারিতা ও অন্যের অধিকার হানা দেয়ার মাধ্যমে পরিণত হয়েছে। অর্থ মালেকী সরকারের কর্মকর্তাদের চোখ অন্ধ করে দিয়েছে। ইরাকে একের পর এক হত্যাকাণ্ড ঘটছে অথচ সরকার এর বিরুদ্ধে যে কোন ধরনের পদক্ষেপ নিতে গড়িমসি করছে।
তিনি বলেন : ইরাক সরকার পূর্ব ও পশ্চিম থেকে সমর্থন পায়। আমরা চাই তাদেরকে নির্দেশনা দিতে, যেন ইরাক বিশ্বস্ত ব্যক্তিদের হাতেই থাকে। আর যদি এ বিষয়ে কোন পরিবর্তন আনতে সক্ষম না হই তবে অন্তত বলা উচিত যে, আমরা অত্যাচারীদের সাথে এক কাতারে শামিল নই। আমি সকল ইরাকিদের জন্য ছিলাম এবং তাদের জন্যই থাকবো। আর এ পর্যন্ত যে সকল সিদ্ধান্ত আমি নিয়েছি তাতে আমি গর্ব বোধ করি।
সাদর পরিবার কোন পদ চায় না –এ কথা উল্লেখ করে তিনি ইরাকের আসন্ন নির্বাচন সম্পর্কে বলেন যে, সকলকে আগামী নির্বাচনে অংশ নিতে হবে যাতে ইরাক বিশ্বস্ত ব্যক্তিদের হাতেই থাকে।
সূত্রঃ বার্তা সংস্থা আবনা

 

নতুন কমেন্ট যুক্ত করুন