আমেরিকার ইরানের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের অবস্থায় নেই

ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রভাবশালী আলেম আয়াতুল্লাহ আহমাদ জান্নাতি বলেছেন, ইরানি জাতি শত্রুদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ। তেহরানে জুমার নামাজের খুতবায় তিনি এ কথা বলেন।

আমেরিকার ইরানের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের অবস্থায় নেই
ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রভাবশালী আলেম আয়াতুল্লাহ আহমাদ জান্নাতি বলেছেন, ইরানি জাতি শত্রুদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ। তেহরানে জুমার নামাজের খুতবায় তিনি এ কথা বলেন।
আয়াতুল্লাহ জান্নাতি আরো বলেছেন, পাশ্চাত্যের পক্ষ থেকে কোন অবমাননা ইরানিরা মেনে নেবে না। ইরানি জনগণ ‘আমেরিকা ধ্বংস হোক’ শ্লোগান তুলে ঐক্য জোরদারের মাধ্যমে এবং মজলুম ফিলিস্তিনিদের প্রতি সমর্থনের মধ্যদিয়ে ওয়াশিংটনের কাছে বার্তা পাঠাচ্ছে বলে তিনি মন্তব্য করেন। তিনি বলেন, 'ইরানের বিষয়ে হস্তক্ষেপের কোন অধিকার আমেরিকার নেই। আমেরিকা এখনও সে অবস্থায় পৌঁছায়নি যে, আমাদের দেশের অভ্যন্তরীণ বিষয়ে তারা হস্তক্ষেপ করবে।'
তিনি বলেন, ‘আমাদের পররাষ্ট্রমন্ত্রী কেন লেবাননে শহীদ মুগনিয়া’র মাজার জিয়ারত করেছেন,তা নিয়ে তারা প্রশ্ন তুলেছে। কিন্তু সব শহীদেরই স্থান হচ্ছে আমাদের হৃদয়ে। শহীদরা লেবাননের হোক আর ইরানের হোক। শহীদদের মাজার আমাদের জিয়ারত কেন্দ্র। এর সঙ্গে আমেরিকার কী সম্পর্ক?’
বিশ্বের মুসলমানদের দৃষ্টিভঙ্গী প্রসঙ্গে তিনি বলেন, মুসলিম জনগণ আমেরিকা ও দখলদার ইসরাইলকে পছন্দ করে না। তারা মজলুমদের পক্ষে।
সূত্রঃ বার্তা সংস্থা আবনা

নতুন কমেন্ট যুক্ত করুন