সৌদি আরব মধ্যপ্রাচ্যে সন্ত্রাসবাদ চালাচ্ছে

সৌদি আরব মধ্যপ্রাচ্যে সন্ত্রাসবাদ চালাচ্ছে

সৌদি আরব মধ্যপ্রাচ্যে সন্ত্রাসবাদ চালাচ্ছে

সৌদি আরব , হিজবুল্লাহ, হাসান নাসরুল্লাহ , সৌদি, তাকফিরি, মুরতাদ, আল-কায়েদা, সূরা মরিয়ম, হজরত মরিয়ম, হজরত ঈসা, সূরা মারিয়াম, কুরআন, সূরা, মক্কা, হযরত যাকারিয়া, হযরত মারিয়াম, হযরত ইসা, হযরত ইয়াহিয়া, হযরত ইব্রাহিম, হযরত ইসমায়িল, ইদ্রিস, মারিয়াম, এশা, রিযিক, আধ্যাতিকতা, ইমাম মাহদী, চোখের জ্যোতি, মুমিন, ইমাম সাদিক, ইমাম আলী, খোদা, তেলাওয়াত, আল্লাহ, নবী, রাসূল, হযরত মুসা, মুজিযা, রিসালাত, মু’মিন, কিয়ামত,
লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ বলেছেন, মধ্যপ্রাচ্যে চলমান সন্ত্রাসবাদের পেছনে রয়েছে সৌদি আরব। এ দেশটিই মধ্যপ্রাচ্যের তাকফিরি গোষ্ঠীকে অস্ত্র ও অর্থ দিয়ে লালন করছে।

গতকাল (রোববার) রাতে লেবাবনের রাজধানী বৈরুতের দক্ষিণে হিজবুল্লাহর শহীদ কমান্ডারদের স্মরণে আয়োজিত এক সভায় তিনি এ কথা বলেছেন। তিনি বলেন, পুরো মধ্যপ্রাচ্যে সাম্প্রদায়িকতার বীজ বুনছে সৌদি সমর্থিত এই তাকফিরি গোষ্ঠী। তাকফিরি গোষ্ঠী নিজেদেরকে সত্যিকারের মুসলমান মনে করে; বাকি সবাইকে মুরতাদ বলে গণ্য করে।

আল-কায়েদা গোষ্ঠীর সঙ্গে জড়িত আন-নুসরা ফ্রন্ট ও কথিত ইসলামিক স্টেট অব ইরাক অ্যান্ড দ্যা লিভ্যান্ট বা আইএসআইএল-কে সৌদি সমর্থিত উগ্র তাকফিরি গোষ্ঠীর শ্রেষ্ঠ উদাহরণ বলেও উল্লেখ করেন হিজবুল্লাহ মহাসচিব।

হাসান নাসরুল্লাহ তার বক্তব্যের মাঝে বলেন, সৌদি সরকার তরুণদেরকে সন্ত্রাসী হিসেবে নাম লিখিয়ে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সরকারের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য পাঠাচ্ছে।

সিরিয়ায় বিদেশি হস্তক্ষেপের বিরুদ্ধে সতর্কতা উচ্চারণ করে হাসান নাসরুল্লাহ বলেন, সিরিয়ার জনগণই তাদের ভাগ্য নির্ধারণ করবে; অন্য কেউ নয়।
সূত্রঃ রেডিও তেহরান

 

নতুন কমেন্ট যুক্ত করুন