ইরানের বাবর ক্ষেপণাস্ত্রের কাজ শেষ হবে ২০১৬ সালে

আগামী ২০১৬ সালের মার্চ মাসের মধ্যে শেষ হবে ইসলামি প্রজাতন্ত্র ইরানের বাবর-৩৭৩ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা নির্মাণের কাজ। এ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা রাশিয়ার এস-৩০০ ক্ষেপণাস্ত্র ব্যবস্থার চেয়েও উন্নত। ইরান সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে এ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা নির্মা

ইরানের বাবর ক্ষেপণাস্ত্রের কাজ শেষ হবে ২০১৬ সালে
ইরানের বাবর-৩৭ ক্ষেপণাস্ত্র (ফাইল ফটো)
আগামী ২০১৬ সালের মার্চ মাসের মধ্যে শেষ হবে ইসলামি প্রজাতন্ত্র ইরানের বাবর-৩৭৩ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা নির্মাণের কাজ। এ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা রাশিয়ার এস-৩০০ ক্ষেপণাস্ত্র ব্যবস্থার চেয়েও উন্নত। ইরান সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে এ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা নির্মাণ করছে।

এ প্রসঙ্গে খাতামুল আম্বিয়া বিমানঘাঁটির কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ফারজাদ ইসমাইলি জানিয়েছেন, বাবর-৩৭৩ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা উৎপাদনের জন্য এর অবকাঠামো তৈরির কাজ শেষ হয়েছে এবং এ প্রকল্পের পথে যত বাধা ছিল তার সব দূর করা হয়েছে।

জেনারেল ফারজাদ ইসমাইলি জানান, “ইরানের পঞ্চম উন্নয়ন পরিকল্পনার শেষ দিকে ২০১৬ সালে মার্চ মাসে এর কাজ শেষ হবে এবং আমরা ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা চক্রে এস-৩০০ ক্ষেপণাস্ত্র ব্যবস্থার চেয়ে আরো উন্নত ব্যবস্থা দেখতে পাব।”

২০০৭ সালের এক চুক্তি অনুযায়ী ইরানকে এস-৩০০ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সরবরাহের কথা ছিল রাশিয়ার। কিন্তু ইরানের বিরুদ্ধে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অর্থনৈতিক নিষেধাজ্ঞার অজুহাত তুলে তা আজও সরবরাহ করেনি মস্কো। এ অবস্থায় ইরান নিজেই এ ধরনের উন্নত প্রযুক্তি ও ক্ষমতাসম্পন্ন ক্ষেপণাস্ত্র ব্যবস্থা তৈরির সিদ্ধান্ত নিয়েছে।
সূত্রঃ রেডিও তেহরান

নতুন কমেন্ট যুক্ত করুন