আয়াতুল্লাহ রাফসানজানি: ইরানকে ভয় দেখিয়ে লাভ নেই

আয়াতুল্লাহ রাফসানজানি: ইরানকে ভয় দেখিয়ে লাভ নেই

আয়াতুল্লাহ রাফসানজানি: ইরানকে ভয় দেখিয়ে লাভ নেই

আয়াতুল্লাহ, রাফসানজানি, ইরান, হাশেমি রাফসানজানি , রাফসানজানি, পরমাণু, ওবামা , পরমাণু
আয়াতুল্লাহ হাশেমি রাফসানজানি
ইরানের বিশেষজ্ঞ পরিষদের প্রধান ও সাবেক প্রেসিডেন্ট আয়াতুল্লাহ হাশেমি রাফসানজানি তার দেশকে ভয়-ভীতি প্রদর্শনের ব্যাপারে পাশ্চাত্যকে সতর্ক করে দিয়েছেন। তিনি বলেছেন, ভয় দেখিয়ে ইরানের কাছ থেকে দাবি আদায় করার মতো দেশ এ পৃথিবীতে নেই।

সম্প্রতি ইরানের পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে দেশটির ওপর সামরিক হামলার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। তাদের এ হুমকির প্রতিক্রিয়ায় এ কঠোর প্রতিক্রিয়া জানালেন রাফসানজানি।

তিনি রোববার তেহরানে আরো বলেছেন, পশ্চিমা দেশগুলো যদি নিছক অজুহাত সৃষ্টির পাঁয়তারা বন্ধ করতো তাহলে ইরানের পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে সৃষ্ট সংকট নিমিষেই সমাধান হয়ে যেত। আয়াতুল্লাহ রাফসানজানি বলেন, ভিত্তিহীন অভিযোগ উত্থাপন না করে পাশ্চাত্যের উচিত বাস্তব তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলা।

মার্কিন কর্মকর্তাদের সাম্প্রতিক হুমকির জবাবে ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন দেহকান গত ৪ ফেব্রুয়ারি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, তার দেশ আক্রান্ত হলে আগ্রাসী শক্তিকে দাঁতভাঙা জবাব দেয়া হবে। তিনি বলেন, ইরানি জনগণ কখনোই বিদেশি শক্তির আগ্রাসন মেনে নেয়নি এবং বর্তমানেও ইসলামি শাসনব্যবস্থা ও মূল্যবোধ রক্ষা করতে তারা সর্বোচ্চ ত্যাগ স্বীকারের জন্যও প্রস্তুত রয়েছে।
মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা দেশগুলো অভিযোগ করছে, ইরান পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা করছে। কিন্তু তেহরান বলছে, তার পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ এবং বোমা বানানোর কোনো পরিকল্পনা তাদের নেই। ইরানের এ সদিচ্ছা প্রমাণের জন্য গত নভেম্বরে ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে একটি অন্তর্বর্তী পরমাণু চুক্তি সই করেছে তেহরান। কিন্তু তা সত্ত্বেও ইহুদিবাদী ইসরাইলের চাপের মুখে মার্কিন কর্মকর্তারা বার বার ইরানের উপর হামলা চালানোর হুমকি দিয়ে যাচ্ছেন।
সূত্রঃ রেডিও তেহরান

 

নতুন কমেন্ট যুক্ত করুন