'হিজবুল্লাহর সঙ্গে সম্ভাব্য যুদ্ধের পরিণতি নিয়ে উদ্বিগ্ন ইসরাইল'

ইরানের প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর শক্তি আজ এমন পর্যায়ে পৌঁছেছে যে ইসরাইল বিরোধী এই শক্তির সঙ্গে ৩৩ দিনের যুদ্ধের মত আরো একটি যুদ্ধ হলে তাতে নিজের পরিণতি কি হবে তা নিয়ে তেল-আবিব উদ্বিগ্ন।

'হিজবুল্লাহর সঙ্গে সম্ভাব্য যুদ্ধের পরিণতি নিয়ে উদ্বিগ্ন ইসরাইল'
ইরানের প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর শক্তি আজ এমন পর্যায়ে পৌঁছেছে যে ইসরাইল বিরোধী এই শক্তির সঙ্গে ৩৩ দিনের যুদ্ধের মত আরো একটি যুদ্ধ হলে তাতে নিজের পরিণতি কি হবে তা নিয়ে তেল-আবিব উদ্বিগ্ন।

সেপাহ নিউজের বরাত দিয়ে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন দেহকান সম্প্রতি এ ধারণাও নাকচ করে দিয়েছেন যে, আমেরিকা ইরানের সামরিক ও প্রতিরক্ষা ক্ষমতা ধ্বংস করে দিতে সক্ষম।

দেহকান বলেছেন, আমাদের জাতি 'আমরাও পারি' এই শ্লোগানের উজ্জ্বল দৃষ্টান্ত। তিনি বলেন, ইরানের পবিত্র ইসলামী রাষ্ট্র ব্যবস্থা বিশ্বের আধিপত্যকামী ব্যবস্থার কৃত্রিম দাপটে ধ্বস নামিয়েছে। কর্তৃত্বকামীরা যদি কিছু করতে পারত ইরানের বিরুদ্ধে তা হলে তারা তা অবশ্যই করতো।

তিনি বলেন, ইরানের পরমাণু বোমার কোনো দরকার নেই, কিন্তু প্রতিরক্ষার সাজ-সরঞ্জামের ক্ষেত্রে দেশটির অবস্থান পরিমাণ ও গুণগত ক্ষেত্রে সর্বোচ্চ ক্ষমতার পর্যায়ে রয়েছে।

হোসেইন দেহকান আরো বলেছেন, তেহরান আজ এমন পর্যায়ে পৌঁছেছে যে, পশ্চিমা আধিপত্যকামীরা আমাদের সঙ্গে আলোচনায় বসতে বাধ্য।

তিনি বলেন, আলোচনায় ছাড় দেয়ার ও পিছু হটার কোনো সুযোগ নেই ইরানের, বরং পরমাণু সংক্রান্ত আন্তর্জাতিক আইনের আলোকে তেহরানের পরমাণু অধিকার প্রতিষ্ঠা করা অনিবার্য।

ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন দেহকান দলদখদার ইসরাইলের আগ্রাসী চরিত্রের কথা তুলে ধরে বলেন, শয়তানি এই শক্তি অতীতে খুব সহজেই লেবাননে আগ্রাসন চালাত এবং কোনো ধরনের ক্ষয়ক্ষতি ছাড়াই ফিরে যেত, কিন্তু হিজবুল্লাহর শক্তি আজ এমন পর্যায়ে পৌঁছেছে যে ইসরাইল বিরোধী এই শক্তির সঙ্গে ৩৩ দিনের যুদ্ধের মত আরো একটি যুদ্ধ হলে তাতে নিজের পরিণতি কি হবে তা নিয়ে তেল-আবিব উদ্বিগ্ন; আর এটাও ইরানের ইসলামী বিপ্লবের অন্যতম সাফল্য।
সূত্রঃ রেডিও তেহরান

নতুন কমেন্ট যুক্ত করুন