কংগ্রেস ইরানের বিরুদ্ধে যুদ্ধ চাইছে: হোয়াইট হাউস

কিছু মার্কিন সিনেটরের প্রস্তাবিত ইরান বিরোধী বিলের প্রতি সতর্কতা জারি করেছেন প্রেসিডেন্ট ওবামার মুখপাত্র জে কার্নি। গত কয়েক মাস ধরে ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের চেষ্টা করছেন এসব যুদ্ধবাজ সিনেটর।

কংগ্রেস ইরানের বিরুদ্ধে যুদ্ধ চাইছে: হোয়াইট হাউস
মুখপাত্র জে কার্নি
কিছু মার্কিন সিনেটরের প্রস্তাবিত ইরান বিরোধী বিলের প্রতি সতর্কতা জারি করেছেন প্রেসিডেন্ট ওবামার মুখপাত্র জে কার্নি। গত কয়েক মাস ধরে ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের চেষ্টা করছেন এসব যুদ্ধবাজ সিনেটর।

গতকাল (শুক্রবার) এক বিবৃতিতে জে কার্নি বলেন, ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে দশকব্যাপী চলমান সংকট নিরসনে সম্প্রতি যে চুক্তি হয়েছে, নতুন অবরোধ তা ভেস্তে যেতে পারে।

গত ডিসেম্বরের মাঝামাঝি সময়ে মার্কিন সিনেটের পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক কমিটির চেয়ারম্যান বব মেনডেজ ও সিনেটর মার্ক ক্রিক ইরান বিরোধী নতুন নিষেধাজ্ঞার প্রস্তাব দেন। সম্প্রতি ৫৯ জন সিনেটর সে প্রস্তাবে সমর্থন দেন।

কার্নি বলেন, ওবামা প্রশাসন মনে করে না যে, এ আইন কার্যকর হবে এবং প্রেসিডেন্ট এ প্রস্তাবনায় ভেটো দেবেন বলেও সতর্ক করেন তিনি। কার্নি আরো বলেন, “আমরা এখনও আশাবাদী যে, চলমান সমঝোতায় ব্যাঘাত ঘটাবে এমন বিল কংগ্রেস পাস করবে না। আমরা মনে করি, এ বিল পাস হবে না, আর হলেও ওবামা তাতে ভেটো দেবেন।”

এরইমধ্যে, রিপাবলিকান নিয়ন্ত্রিত মার্কিন প্রতিনিধি পরিষদ ২০০ ভোটে ইরান বিরোধী নতুন নিষেধাজ্ঞা পাস করেছে। বিলের বিপরীতে ভোট পড়েছে ২০টি। এখন সিনেট বিলটি পাস করার পর প্রেসিডেন্ট ওবামা তাতে সই করলেই এটি আইনে পরিণত হবে।
 

 

নতুন কমেন্ট যুক্ত করুন