লেবাননে ইরান দূতাবাসে হামলায় জড়িত সৌদি সন্ত্রাসী গ্রেফতার

লেবাননে ইরান দূতাবাসে হামলায় জড়িত সৌদি সন্ত্রাসী গ্রেফতার

লেবাননে ইরান দূতাবাসে হামলায় জড়িত সৌদি সন্ত্রাসী গ্রেফতার


লেবাননের রাজধানী বৈরুতের ইরান দূতাবাসে আত্ম-স্বীকৃত হামলাকারী আল-কায়দার সহযোগী গ্রুপ আবদুল্লাহ আজ্জাম ব্রিগেডের সৌদি কমান্ডার মাজেদ আল মাজেদকে গ্রেফতার করেছে লেবাননী নিরাপত্তা বাহিনী।

লেবাননের এলবিসিআই টেলিভিশন গতকাল মঙ্গলবার এই খবর দিয়েছে।

এলবিসিআই বলেছে, প্রায় এক সপ্তাহ আগে মাজেদকে বৈরুতে গ্রেফতার করা হয়।

লেবাননী কর্তৃপক্ষ এখন মাজেদের পরিচয় নিশ্চিত হতে তার ডিএনএ পরীক্ষার ফলাফলের জন্য অপেক্ষা করছে।

গত ১৯ শে নভেম্বর বৈরুতে ইরান দূতাবাসের পাশে দু'টি বোমা হামলার ঘটনায় ইরানি সাংস্কৃতিক কেন্দ্রের প্রধান কর্মকর্তাসহ ২৫ জন নিহত এবং আহত হন প্রায় ১৫০ জন।

গত তেসরা ডিসেম্বর হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ বলেছিলেন, ওইসব বোমা হামলার পেছনে সৌদি হাত রয়েছে এবং সন্ত্রাসী আবদুল্লাহ আজ্জাম ব্রিগেডের সঙ্গে সৌদি গোয়েন্দা সংস্থার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।
সূত্রঃ রেডিও তেহরান

 

নতুন কমেন্ট যুক্ত করুন