ওকিনাওয়া দ্বীপের মার্কিন ঘাঁটি স্থানান্তর; বিক্ষোভ, মামলার হুমকি

ওকিনাওয়া দ্বীপের মার্কিন ঘাঁটি স্থানান্তর; বিক্ষোভ, মামলার হুমকি

ওকিনাওয়া দ্বীপের মার্কিন ঘাঁটি স্থানান্তর; বিক্ষোভ, মামলার হুমকি

জাপানের ওকিনাওয়ার বিতর্কিত মার্কিন বিমান ঘাঁটি স্থানান্তর করে দ্বীপের অন্য প্রান্তে কম ঘনবসতিপূর্ণ অঞ্চলে সরিয়ে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে দ্বীপের গভর্নর। এ সিদ্ধান্তের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ করেছে স্থানীয়রা।

দ্বীপটির উত্তরে নাগো শহরের হেনোকো উপকূলে মার্কিন ঘাঁটি স্থাপনের চুক্তিতে স্বাক্ষর করেছেন ওকিনাওয়া গভর্নর হিরুকাযু নাকাইমা। গতকাল (শুক্রবার) দ্বিপক্ষীয় এ চুক্তি স্বাক্ষরিত হয়।

আর এ সিদ্ধান্তের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ করেছে স্থানীয় অধিবাসীরা। সরকারের এ সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়েছে নাগো গ্রুপের প্রধান হিরোশি আশিতোমি। মার্কিন ঘাঁটি স্থাপনের সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে মামলা দায়েরের হুমকিও দিয়েছেন তিনি।

 

ক্ষুব্ধ বিক্ষোভকারীরা ওকিনাওয়ার সরকারি কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করে। শত শত বিক্ষোভকারী সেখানে অবস্থান গ্রহণ করে।

 

গত ২৫ ডিসেম্বর জাপানের রাজধানী টোকিওতে প্রধানমন্ত্রী শিনঝো অ্যাবের সঙ্গে গভর্নর নাকাইমার বৈঠকের পরই মার্কিন ঘাঁটি সরানোর সিদ্ধান্ত নেন তিনি। ওই বৈঠকে ২০২১ সাল পর্যন্ত ওকিনাওয়াকে প্রতি বছর আর্থিক সহায়তার অঙ্গীকার করেন প্রধানমন্ত্রী।

জাপানে ৪৭ হাজার মার্কিন সেনা আছে। এর মধ্যে প্রায় অর্ধেক ওকিনাওয়া দ্বীপে মোতায়েন রয়েছে।

সূত্রঃ রেডিও তেহরান

 

নতুন কমেন্ট যুক্ত করুন