পাইপলাইন প্রকল্পে ঋণ বাতিল করেছে ইরান

পাইপলাইন প্রকল্পে ঋণ বাতিল করেছে ইরান

পাইপলাইন প্রকল্পে ঋণ বাতিল করেছে ইরান


ইরান ও পাকিস্তানের মধ্যকার গ্যাস পাইপলাইন প্রকল্পে ঋণ সহায়তা দেয়ার সিদ্ধান্ত বাতিল করেছে তেহরান। এ প্রকল্পে পাকিস্তান অংশের কাজ শেষ করার জন্য ইরান এতে ২৫ কোটি ডলার ঋণ দিতে চেয়েছিল।

ইরানের উপ তেলমন্ত্রী আলী মাজেদি এ কথা জানিয়েছেন। তিনি বলেন, ইরান ও পাকিস্তানের কর্মকর্তাদের সাম্প্রতিক বৈঠকে এ বিষয়টি আলোচনা হয়েছে এবং মার্কিন নিষেধাজ্ঞার ভেতরে ইরান অন্য কোনো দেশে অর্থায়ন করার মতো অবস্থায় নেই। এছাড়া, ইরান এ প্রকল্পে অর্থ ঋণ দিতে বাধ্যও নয়।

তিনি জানান, প্রকল্পের কাজ শেষ করার জন্য ইরান পাকিস্তানকে প্রস্তাব দিয়েছে- ইউরোপের কোনো প্রতিষ্ঠান থেকে অর্থ পাওয়ার চেষ্টা করার জন্য। তিনি অনেকটা অভিযোগের সুরে বলেন, পাকিস্তানের মাটিতে পাইপলাইন নির্মাণের কাজ সামান্যই হয়েছে। তিনি জানান, আজই যদি কোনো ঠিকাদার নিয়োগ দিয়ে কাজ শুরু হয় তাহলেও আরো চার বছর লাগবে এ প্রকল্পের কাজ শেষ হতে।

মাজেদি বলেন, পাকিস্তান যদি আগামী বছর ইরান থেকে গ্যাস নিতে ব্যর্থ হয় তাহলে চুক্তি অনুযায়ী ইসলামাবাদের কাছে ক্ষতি পূরণ চাইবে তেহরান।
সূত্রঃ রেডিও তেহরান

 

নতুন কমেন্ট যুক্ত করুন