'ইসরাইলের সবখানেই শত্রুর রকেটগুলো আঘাত হানবে'

ইহুদিবাদী ইসরাইলের অভ্যন্তরীণ বা ঘরোয়া ফ্রন্ট কমান্ডের প্রধান মেজর জেনারেল ইয়াল আইজেনবার্গ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, (সম্ভাব্য) আগামী যুদ্ধ হঠাত করে শুরু হতে পারে এবং সেই যুদ্ধে ইসরাইলের সবখানেই শত্রুর রকেটগুলো আঘাত হানবে।

'ইসরাইলের সবখানেই শত্রুর রকেটগুলো আঘাত হানবে'
ইহুদিবাদী ইসরাইলের অভ্যন্তরীণ বা ঘরোয়া ফ্রন্ট কমান্ডের প্রধান মেজর জেনারেল ইয়াল আইজেনবার্গ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, (সম্ভাব্য) আগামী যুদ্ধ হঠাত করে শুরু হতে পারে এবং সেই যুদ্ধে ইসরাইলের সবখানেই শত্রুর রকেটগুলো আঘাত হানবে।

সামরিক গবেষকদের এক সম্মেলনে তিনি এই হুঁশিয়ারি দিয়েছেন।

আইজেনবার্গ বলেছেন, সম্ভাব্য এই নতুন যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত ইসরাইলের সর্বত্র রকেট আঘাত হানতে থাকবে এবং এর ফলে ইসরাইলে সামাজিক সাম্য প্রতিষ্ঠিত হবে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি সতর্কতা সংকেত দেয়ার জন্য তহবিল বা বাজেট বাড়ানোর দাবি জানান এবং ইসরাইলের বেসামরিক দুর্গায়ন খাতে বাজেট কমাতে ইসরাইলি কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

২০০৬ সালে লেবাননের হিজবুল্লাহর সঙ্গে ৩৩ দিনে যুদ্ধে ইসলামী এই প্রতিরোধ আন্দোলনের হাজার হাজার রকেট ইসরাইলে নিক্ষিপ্ত হলে দেশটির জনমনে নাভিশ্বাস দেখা দেয়। সেই যুদ্ধে ইসরাইলের সশস্ত্র বাহিনী ও বিশেষ করে স্থল-বাহিনীও ব্যাপক বিপর্যয়ের শিকার হয়।
সূত্রঃ রেডিও তেহরান

নতুন কমেন্ট যুক্ত করুন