ইরান সফর শুরু করলেন ইরাকি প্রধানমন্ত্রী নূরি আল মালিকি

ইরাকের প্রধানমন্ত্রী নূরি আল-মালিকি আজ (বুধবার) ইরান সফরে এসেছেন। আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা ইস্যুতে তিনি ইরানের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাত করবেন।

ইরান সফর শুরু করলেন ইরাকি প্রধানমন্ত্রী নূরি আল মালিকি
ইরাকের প্রধানমন্ত্রী নূরি আল-মালিকি আজ (বুধবার) ইরান সফরে এসেছেন। আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা ইস্যুতে তিনি ইরানের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাত করবেন।

রাজধানী তেহরানে পৌঁছার পর ইরাকি প্রধানমন্ত্রীকে স্বাগত জানান ইরানের জ্বালানিমন্ত্রী হামিদ চিতচিয়ান ও উপ-পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির-আব্দুল্লাহিয়ান। গত ১৪ জুনের নির্বাচনে ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি নির্বাচিত হওয়ার পর নূরি আল-মালিকি এই প্রথম ইরান সফরে এলেন। গত আগস্ট মাসে তার এ সফরে আসার কথা ছিল। কিন্তু সে সময় তিনি তার পূর্ব নির্ধারিত সফর বাতিল করেন। এরপর সেপ্টেম্বর মাসে ইরানের নতুন সরকারের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে মোহাম্মাদ জাওয়াদ জারিফ বাগদাদ সফর করেন।

ইরাকের প্রধানমন্ত্রী নূরি আল মালিকি ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি, সংসদ স্পিকার আলী লারিজানি ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফের সঙ্গে বৈঠক করবেন। ইরাকি প্রধানমন্ত্রীর গণমাধ্যম বিষয়ক উপদেষ্টা আলী মুসাভি বলেছেন, ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের সাম্প্রতিক চুক্তির জন্য প্রেসিডেন্ট রুহানিকে শুভেচ্ছা জানাবেন নূরি আল-মালিকি।
 

নতুন কমেন্ট যুক্ত করুন