গাজার ওপর থেকে অবরোধ তুলে নেয়ার আহবান

গাজার ওপর থেকে অবরোধ তুলে নেয়ার আহবান

গাজার ওপর থেকে অবরোধ তুলে নেয়ার আহবান


গাজা উপত্যকায় অবরোধ বিরোধী গণকমিটির প্রধান জামাল খাজারি গাজার ওপর থেকে অবরোধ তুলে নিতে চেষ্টা চালানোর জন্য আরব দেশগুলোর নেতৃবৃন্দের প্রতি আহবান জানিয়েছেন।

গাজা উপত্যকায় অবরোধ বিরোধী গণকমিটির প্রধান বলেছেন, দখলদার ইসরাইলের চাপিয়ে দেয়া অবরোধ তুলে নেয়ার জন্য আন্তর্জাতিক সমাজের এগিয়ে আসার ক্ষেত্রে আরব দেশগুলো গঠনমূলক পদক্ষেপ নিতে পারে। তিনি আরব ও মুসলিম উম্মার প্রতি বিশেষ করে মজলুম ফিলিস্তিনিদের প্রতি সমর্থন দেয়ার ক্ষেত্রে আরব ও আফ্রিকার দেশগুলোর ভূমিকাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, কুয়েতে আরব ও আফ্রিকার দেশগুলোর শীর্ষ নেতাদের বৈঠক এমন অনুষ্ঠিত হতে যাচ্ছে যখন ফিলিস্তিনিরা দখলদার ইসরাইলের কঠোর অবরোধ ও ভয়াবহ অপরাধযজ্ঞের শিকার।

গাজায় ইসরাইলের কঠোর অবরোধ এবং গাজায় আসা যাওয়ার সমস্ত পথ বন্ধ করে দেয়ায় গৃহনির্মাণসহ প্রয়োজনীয় কোনো পণ্য সামগ্রী ঢুকতে না পারার কারণে সেখানে ভয়াবহ মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। ইহুদিবাদী ইসরাইল ২০০৭ সাল থেকে গাজায় অবরোধ দিয়ে রেখেছে।
সূত্রঃ রেডিও তেহরান

 

নতুন কমেন্ট যুক্ত করুন