ইরান ইস্যুতে নমনীয় না হতে ফ্রান্সের প্রতি নেতানিয়াহুর আহ্বান

ইরান ইস্যুতে নমনীয় না হতে ফ্রান্সের প্রতি নেতানিয়াহুর আহ্বান

ইরান ইস্যুতে নমনীয় না হতে ফ্রান্সের প্রতি নেতানিয়াহুর আহ্বান


ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আসন্ন জেনেভা বৈঠকে ইরান ইস্যুতে নমনীয় না হওয়ার জন্য ফ্রান্সের প্রতি আহ্বান জানিয়েছেন।

ফরাসি দৈনিক লা ফিগারো’তে আজ (শনিবার) প্রকাশিত এক সাক্ষাতকারে এ আহ্বান জানিয়েছেন নেতানিয়াহু। তিনি বলেন, ইসরাইল প্রত্যাশা করে, ফ্রান্স নমনীয় হবে না। তিনি আরো বলেন, আমেরিকা ইসরাইলের সবচেয়ে গুরুত্বপূর্ণ মিত্র হলেও ফ্রান্সের সঙ্গেও তেলআবিবের সম্পর্ক অত্যন্ত চমত্‌কার।

বিভিন্ন ইস্যুতে তেলআবিব ও প্যারিস বহু বছর যাবত অভিন্ন ভূমিকা গ্রহণ করেছে উল্লেখ করে নেতানিয়াহু দাবি করেন, ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদের সঙ্গেও গুরুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখছে ইসরাইল। নেতানিয়াহু বলেন, ইরান ইস্যুতে সমন্বিত এবং কঠোর পদক্ষেপকে স্বাগত জানাবে তেলআবিব।

জার্মানি এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্য চীন, রাশিয়া, ফ্রান্স, ব্রিটেন ও আমেরিকাকে নিয়ে গঠিত ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে আগামী ২০ নভেম্বর জেনেভায় ইরানের বৈঠক হওয়ার কথা রয়েছে। তার আগে এ আহ্বান জানালেন ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু।

সূত্রঃ রেডিও তেহরান

নতুন কমেন্ট যুক্ত করুন