ইমাম হুসাইন (আ.) এর মাথা কোথায় দাফন করা হয়?

ইমাম হুসাইন (আ.) এর শির মোবারক দাফনের সম্পর্কে মতভেদ রয়েছে। - কারো মতে ইমাম হুসাইন (আ.) এর শির মোবারক এজিদের নির্দেশে মদীনার দ্বায়িত্বশীল আমরু বিন সাঈদ বিন আসের কাছে পাঠানো হয়। কিন্তু সে বলে যে, আমি চাইনি যে ইমাম হুসাইন (আ.) এর শির মোবারক আমার কাছে পাঠ

ইমাম হুসাইন (আ.) এর মাথা কোথায় দাফন করা হয়?


এস, এ, এ

ইমাম হুসাইন (আ.) এর শির মোবারক দাফনের সম্পর্কে মতভেদ রয়েছে।
- কারো মতে ইমাম হুসাইন (আ.) এর শির মোবারক এজিদের নির্দেশে মদীনার দ্বায়িত্বশীল আমরু বিন সাঈদ বিন আসের কাছে পাঠানো হয়। কিন্তু সে বলে যে, আমি চাইনি যে ইমাম হুসাইন (আ.) এর শির মোবারক আমার কাছে পাঠানো হোক। কিন্তু এজিদ নির্দেশ দেয় যে, ইমাম হুসাইন (আ.) এর শির মোবারক যেন জান্নাতুল বাক্বিতে দাফন করা হয়।
- আবার কেউ বলেছেনঃ ইমাম হুসাইন (আ.) এর শির মোবারক এজিদের খাজানা খানাতে রাখা ছিল। মানসুর বিন জামহুর বলেঃ যখন আমি এজিদের খাজানা খানাতে প্রবেশ করি তখন সেখানে একটি লাল রংঙের ঝুড়ি দেখতে পাই যা কালের আবর্তনে প্রায় গাড় খয়েরী বর্ণের হয়ে গেছিল। আমি সেই ঝুড়িটিকে বাবুল বারাদিস নামক স্থানে দাফন করে দেই।
- অন্য এক মতে, সুলাইমান বিন আব্দুল মালেক মারওয়ান বলেঃ আমি উক্ত শিরটিকে এজিদের খাজানাখানাতে পাই এবং সেই শির মোবারকটিকে ৫টি রেশমী কাপড় দ্বারা আবৃত করি এবং সাহাবীদেরকে নিয়ে জানাযার নামাজ পড়ি এবং পরে তা দাফন করে দেই।
- অন্য এক মতে, হজরত আলী (আ.) এর কবরের পাশে হান্নানে নামক এক মসজিদ আছে। একজন শিয়া ব্যাক্তি ইমাম হুসাইন (আ.) এর শির মোবারককে সেখানে নিয়ে আসে এবং সেখানে দাফন করে দেয়।
- ইবনে শাহর আশুব বলেনঃ ইমাম হুসাইন (আ.) এর শির মোবারককে শাম থেকে ফিরত আনা হয় এবং তা ইমামের দেহের সাথে লাগিয়ে তাকে দাফন করা হয়। শেইখ মুফিদ বলেনঃ যিয়ারতে আরবাইন এ কারণেই পাঠ করা উচিত।
- হাবীবুস সাইর নামক এবং ব্যাক্তি বলেছেনঃ এজিদ বিন মুয়াবিয়া কারবালার শহীদদের মাথাগুলো ইমাম জয়নুল আবেদীন (আ.) কে ফেরত দেয়। তখন ইমাম জয়নুল আবেদীন (আ.) মাথাগুলোকে নিয়ে কারবালাতে আসেন এবং তা শহীদদের শরীরের সাথে লাগিয়ে দাফন করে দেন।

চলবে...

নতুন কমেন্ট যুক্ত করুন