মুসলিম বিশ্বে হত্যা-ধ্বংসের জন্য সৌদি আরব দায়ী: সিরিয়া

মুসলিম বিশ্বে হত্যা-ধ্বংসের জন্য সৌদি আরব দায়ী: সিরিয়া

মুসলিম বিশ্বে হত্যা-ধ্বংসের জন্য সৌদি আরব দায়ী: সিরিয়া


সিরিয়ার তথ্যমন্ত্রী ওমরান আজ-জোবি বলেছেন, তার দেশসহ মুসলিম বিশ্বে যত হত্যাকাণ্ড ও ধ্বংসযজ্ঞ হচ্ছে এর জন্য সৌদি আরব দায়ী। ওমরান আজ-জোবি এক টেলিভিশন সাক্ষাতকারে এ কথা বলেছেন।

সিরিয়া, লেবানন, ইরাক ও আলজেরিয়াসহ বিভিন্ন মুসলিম দেশে চলমান সন্ত্রাসবাদে সমর্থন দেয়া বন্ধ করতেও তিনি রিয়াদকে পরামর্শ দেন।

বিশেষভাবে সৌদি পররাষ্ট্রমন্ত্রী সৌদ আল-ফয়সালের সমালোচনা করে সিরিয়ার তথ্যমন্ত্রী বলেন, এই ব্যক্তিটি সবসময় ব্যর্থ পররাষ্ট্রনীতি পরিচালনা করে আসছে।

সৌদ আল-ফয়সালকে সৌদি আরবের সন্ত্রাসবাদের রাজনৈতিক শাখার লোক বলে আখ্যায়িত করেন ওমরান। তিনি স্পষ্ট করে বলেন, ফয়সালের কারণে সৌদি আরবের পররাষ্ট্রনীতি প্রচণ্ড হতাশাজনক অবস্থার মুখে পড়বে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ও সৌদি পররাষ্ট্রমন্ত্রী সৌদ আল-ফয়সালের মধ্যে গত সোমবার বৈঠক অনুষ্ঠিত হওয়ার পর সিরিয়ার তথ্যমন্ত্রী এসব কথা বলেছেন।

সিরিয়ায় মার্কিন নেতৃত্বাধীন বিদেশি সামরিক আগ্রাসন না চালানোর কারণে ওই বৈঠকে সৌদি পররাষ্ট্রমন্ত্রী আমেরিকার তীব্র সমালোচনা করেন।
সূত্রঃ রেডিও তেহরান

 

নতুন কমেন্ট যুক্ত করুন