প্রতিশোধ নেব : পাকিস্তান তালেবান

মার্কিন ড্রোন হামলায় নিহত পাকিস্তান তালেবান প্রধানের লাশ শনিবার (২ নভেম্বর) গোপনে দাফন করার পর নতুন প্রধান নির্বাচনের পদক্ষেপ নেয় নিষিদ্ধ এ সংগঠনের সদস্যরা। এ সময় সাবেক নেতা হত্যার প্রতিশোধ নেয়ার বিষয়ে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়। এদিকে ড্রোন হামলা

 প্রতিশোধ নেব : পাকিস্তান তালেবান

মার্কিন ড্রোন হামলায় নিহত পাকিস্তান তালেবান প্রধানের লাশ শনিবার (২ নভেম্বর) গোপনে দাফন করার পর নতুন প্রধান নির্বাচনের পদক্ষেপ নেয় নিষিদ্ধ এ সংগঠনের সদস্যরা। এ সময় সাবেক নেতা হত্যার প্রতিশোধ নেয়ার বিষয়ে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়।
এদিকে ড্রোন হামলা চালিয়ে হাকিমুল্লাহ মেহসুদকে হত্যার নিন্দা জানিয়ে পাকিস্তান সরকার। এ হামলাকে তালেবানের সাথে সন্ধী বিষয়ক সংলাপ ব্যহত করার পথে গৃহীত পদক্ষেপ বলে আখ্যায়িত করা হয়েছে।
মেহসুদকে হত্যা বা ধরিয়ে দেয়ার জন্য ৫০ লক্ষ্য ডলার নগদ অর্থ ধার্য্য করা হয়েছিল; তিনি গত শুক্রবার পাকিস্তানের উত্তর-পশ্চিম অঞ্চলের মিরানশাহ শহর হতে প্রায় ৫ কিলোমিটার দূরে নিহত হন। তার সাথে অপর ৪ ব্যক্তিও এ হামলায় নিহত হয়।
পাকিস্তান তালেবানের মুখপাত্র আযাম তারিক জানিয়েছেন : হাকিমুল্লাহ’র প্রতিটি ফোঁটা রক্তের জবাব আত্মঘাতী হামলার মাধ্যমে প্রদান করা হবে। যুক্তরাষ্ট্র ও তাদের মিত্রদের খুশী হওয়ার কোন কারণ নেই, কেননা আমরা আমাদের শহীদদের রক্তের প্রতিশোধ নেবই।
সূত্রঃ বার্তা সংস্থা আবনা

নতুন কমেন্ট যুক্ত করুন