আমেরিকার ওপর নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনা করছে ইইউ

আমেরিকার ওপর নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনা করছে ইইউ

আমেরিকার ওপর নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনা করছে ইইউ


ইউরোপের বিভিন্ন দেশে গুপ্তচরবৃত্তি চালানোর দায়ে আমেরিকার ওপর নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনা করছে ইইরোপেীয় ইউনিয়ন বা ইইউ। ইউরোপীয় ইউনিয়ন হচ্ছে আন্তর্জাতিক অঙ্গনে আমেরিকার সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র।

গতকাল (সোমবার) জার্মান কর্মকর্তারা জানিয়েছেন, গুপ্তচরবৃত্তির জন্য আমেরিকার সঙ্গে ইউরোপীয় ইউনিয়ন তথ্য বিনিময়ের কর্মসূচি স্থগিত করতে পারে।

বেলজিয়ামভিত্তিক ইন্টারব্যাংক ফাইনান্সিয়াল টেলিকমিউনিকেশন বা সুইফট-এর মাধ্যমে বিভিন্ন দেশ যে অর্থ লেনদেন করা হয় ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে চুক্তির কারণে সে তথ্য দেখার অধিকার দেয়া হয়েছে আমেরিকাকে।

জার্মান বিচারমন্ত্রী বলেছেন, “নিষেধাজ্ঞা আমেরিকার জন্য সতর্কবার্তা দেবে যার কারণে তারা বুঝতে পারবে যে, ওয়াশিংটনের বিষয়ে ইইউ’র নীতি পাল্টে যাচ্ছে।”

এদিকে, গুপ্তচরবৃত্তির বিষয়ে জবাব পাওয়ার জন্য ইউরোপীয় ইউনিয়নের একটি প্রতিনিধিদল গতকাল মার্কিন কংগ্রেসের কয়েকজন সদস্যের সঙ্গে বৈঠক করেছেন।

বৈঠক শেষে ইউরোপীয় পার্লামেন্টের পররাষ্ট্র বিষয়ক কমিটির চেয়ারম্যান এলমার ব্রোক বলেছেন, ইইউ এবং আমেরিকার মধ্যকার আস্থা একদম ভেঙে গেছে তা আবার প্রতিষ্ঠার জন্য অনেক কাঠখড় পোড়াতে হবে।

সূত্রঃ রেডিও তেহরান

 

নতুন কমেন্ট যুক্ত করুন