অর্থ সংকটে আমেরিকা: ব্যয় কমছে খাদ্য সহায়তা খাতে

আমেরিকার নিম্ন আয়ের মানুষদের জন্য খাদ্য সহায়তা কর্মসূচির ব্যয় কমানো হচ্ছে। আগামী মাসের শুরু থেকে এ ব্যয় কমানো হবে। মার্কিন সরকারের এ সিদ্ধান্তের ফলে কয়েক কোটি মার্কিন নাগরিক খাদ্য খাতে সরকারি সহায়তা কম পাবে। মার্কিন কৃষি দপ্তর পরিচালিত সাপ্লিমেন্ট

অর্থ সংকটে আমেরিকা: ব্যয় কমছে খাদ্য সহায়তা খাতে
আমেরিকার নিম্ন আয়ের মানুষদের জন্য খাদ্য সহায়তা কর্মসূচির ব্যয় কমানো হচ্ছে। আগামী মাসের শুরু থেকে এ ব্যয় কমানো হবে। মার্কিন সরকারের এ সিদ্ধান্তের ফলে কয়েক কোটি মার্কিন নাগরিক খাদ্য খাতে সরকারি সহায়তা কম পাবে।

মার্কিন কৃষি দপ্তর পরিচালিত সাপ্লিমেন্টাল নিউট্রিশন অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম বা এসএনএপি নামের এ খাদ্য সহযোগিতামূলক কর্মসূচি সাধারণভাবে ফুড স্ট্যাম্প হিসেবে পরিচিত।

আমেরিকার দুর্বল অর্থনীতি এবং উচ্চ বেকারত্বের হারের কারণে ক্ষুধা নিবারণের জন্য বেশি মাত্রায় মার্কিন নাগরিকদের ফুড স্ট্যাম্পের ওপর নির্ভর করতে হচ্ছে। প্রতি মাসে প্রায় চার কোটি ৮০ লাখ মার্কিন নাগরিক ফুড স্ট্যাম্প ব্যবহার করেন এবং এদের অর্ধেকই হচ্ছে শিশু ও কিশোর।

মার্কিন কৃষি দপ্তরের হিসাব মোতাবেক এসএনএপি’র আওতায় বর্তমানে চার সদস্যের একটি পরিবারকে প্রতিমাসে গড়ে ২৭৫ ডলার দেয়া হয়। কিন্তু ব্যয় কমালে এ খাতে প্রতি পরিবার ৩৬ ডলার কম পাবে। অর্থাত আগে প্রতিবেলা খাবারের জন্য দেড় ডলার ব্যয় হলেও এখন ব্যয় হবে ১. ৪০ ডলার।

এককাপ কফির পেছনে যারা ১.৭০ ডলার ব্যয় করেন তাদের কাছে .১০ ডলার কমানোর বিষয়টি বড় কোনো ঘটনা মনে নাও হতে পারে কিন্তু যে কোটি কোটি মার্কিন নাগরিক অল্প অর্থের ওপর ভরসা করে টেনেটুনে সংসার চালাচ্ছেন তাদের জন্য এটি বাড়তি দুর্ভোগের কারণ হবে। কথাগুলো বলেছেন আমেরিকার সেন্টার ফর বাজেট অ্যান্ড পলিসি প্রাইয়োরিটিসের ভাইস প্রেসিডেন্ট স্ট্যাসি ডিন।

এদিকে, মার্কিন আইন প্রণেতারা খাদ্য সহায়তা কর্মসূচি থেকে শত শত কোটি ডলার ব্যয় কমানোর বিষয়টি খতিয়ে দেখতে শুরু করেছেন। আগামী এক দশকের মধ্যে এ খাত থেকে ৩,৯০০ কোটি ডলার ব্যয় কমানোর জন্য ভোট দিয়েছে মার্কিন প্রতিনিধি পরিষদ। এর ফলে আগামী বছর ৩৮ লাখ মার্কিন নাগরিক ফুড স্ট্যাম্পের সুযোগ থেকে বঞ্চিত হবে।

এর আগেও খাদ্য কর্মসূচি থেকে ৪০০ কোটি ডলার ব্যয় কমানোর পক্ষে ভোট দিয়েছে মার্কিন সিনেট।

সূত্রঃ রেডিও তেহরান

 

নতুন কমেন্ট যুক্ত করুন