ইমাম জাওয়াদ (আ.) এর সংক্ষিপ্ত পরিচয়

ইমাম জাওয়াদ (আ.) এর সংক্ষিপ্ত পরিচয়

ইমাম জাওয়াদ (আ.) এর সংক্ষিপ্ত পরিচয়

জাওয়াদ, তাক্বী, মোখতার, মোর্তযা, ক্বানে, আলিম, ইমাম জাওয়াদ
নামঃ মোহাম্মাদ।
উপাধিঃ জাওয়াদ, তাক্বী, মোখতার, মোর্তযা, ক্বানে, আলিম।
ডাক নামঃ আবু জাফর সানী, ইবনুর রেযা।
পিতার নামঃ ইমাম রেযা (আ.)।
মাতার নামঃ খিযারান।
জন্ম তারিখঃ ১০ই রজব।
জন্মস্থানঃ মদীনা মুনাওয়ারা।
আয়ুঃ ২৫ বছর।
ইমামতকালঃ ১৭ বছর।
হত্যাকারীঃ ইমামের স্ত্রী উম্মুল ফযল, খলিফা মোতাসিম আব্বাসীর নির্দেশে।
শাহাদতঃ জিলক্বদ মাসের শেষ তারিখে ২২০ হিজরী।
দাফনের স্থানঃ বাগদাদ কাযমাইন।
তাঁর ইমামতকালে খলিফাগণঃ মামুন, মোতাসিম।
সন্তানঃ ৫জন, ২জন ছেলে এবং ৩জন কন্যা।

 

 

নতুন কমেন্ট যুক্ত করুন