ইমাম হুসাইন (আ.) এর সংক্ষিপ্ত পরিচয়

ইমাম হুসাইন (আ.) এর সংক্ষিপ্ত পরিচয়

ইমাম হুসাইন (আ.) এর সংক্ষিপ্ত পরিচয়

শাইয়াদুশ শোহাদা, ইমাম হুসাইন, ফাতিমা, আলী
নামঃ হুসাইন।
উপাধিঃ শাইয়াদুশ শোহাদা।
ডাক নামঃ আবু আব্দুল্লাহ।
পিতার নামঃ আলী (আ.)।
মাতার নামঃ ফাতিমা (সা.আ.)।
জন্ম তারিখঃ ৩রা শাবান ৪ঠা হিজরী।
জন্মস্থানঃ মদীনা মুনাওয়ারা।
আয়ুঃ ৫৭ বছর।
ইমামতকালঃ ১০ বছর।
শাহাদতের স্থানঃ কারবালা।
শাহাদতঃ ১০ই মহরম ৬১ হিজরী।
হত্যাকারীঃ শিমর এবং সেনান, উবাইদুল্লাহ ইবনে যিয়াদ এবং ইয়াযিদ বিন মুয়াবিয়ার নির্দেশ এবং চক্রান্তে।
দাফনের স্থানঃ কারবালা।
সন্তানঃ ৬জন, ৪জন ছেলে এবং ২জন কন্যা।

 

 

নতুন কমেন্ট যুক্ত করুন