ভিটামিন বি সারিয়ে তুলবে মাইগ্রেন: মাত্রা নির্ধারণের গবেষণা চলছে

ভিটামিন বি এবং ফলিক অ্যাসিডসমৃদ্ধ সম্পূরক খাদ্যের ভিত্তিতে প্রচণ্ড মাথা ব্যথা বা মাইগ্রেনের নতুন চিকিতসা শিগগিরই শুরু করা হবে। কুইন্সল্যান্ডের একদল গবেষক এ আশাবাদ ব্যক্ত করেছেন। মাইগ্রেনে আক্রান্ত ব্যক্তিদের ২০ শতাংশই বংশগত কারণে এ রোগে ভুগছেন। নতুন চিকি

ভিটামিন বি সারিয়ে তুলবে মাইগ্রেন: মাত্রা নির্ধারণের গবেষণা চলছে
ভিটামিন বি এবং ফলিক অ্যাসিডসমৃদ্ধ সম্পূরক খাদ্যের ভিত্তিতে প্রচণ্ড মাথা ব্যথা বা মাইগ্রেনের নতুন চিকিতসা শিগগিরই শুরু করা হবে। কুইন্সল্যান্ডের একদল গবেষক এ আশাবাদ ব্যক্ত করেছেন।

মাইগ্রেনে আক্রান্ত ব্যক্তিদের ২০ শতাংশই বংশগত কারণে এ রোগে ভুগছেন। নতুন চিকিতসা পদ্ধতি তাদের ক্ষেত্রে ফলপ্রসূ হবে। গ্রিফিন বিশ্ববিদ্যালয়ের গবেষক ব্রিগেড মাহের এ কথা জানান।

তিনি বলেন, নতুন চিকিতসা পদ্ধতির মাধ্যমে মাইগ্রেনে আক্রমণের মাত্রা ও তীব্রতা কমানো সম্ভব হবে। তিনি মাইগ্রেনের প্রকোপ দেখা দেয়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে বলেন, যারা প্রচণ্ড মাথা ব্যথার শিকার হন তাদের প্রতি পাঁচ জনের মধ্যে একজনের শরীরের একটি বিশেষ এনজাইম অন্যদের মতো সঠিকভাবে কাজ করে না।

এখন তাদের সম্পূরক হিসেবে ভিটামিন বি ও ফলিক অ্যাসিড সমৃদ্ধ খাবার-দাবার দেয়া হলে এনজাইমের ক্রুটি সারিয়ে তোলা যেতে পারে বলে দেখতে পেয়েছেন গবেষকরা।

বিশেষজ্ঞদের সামনে এখন প্রশ্ন দেখা দিয়েছে- তাহলে মাইগ্রেনের রোগীকে কি মাত্রায় এই সম্পূরক খাদ্য দিতে হবে? হ্যাঁ সঠিক এ মাত্রাটি বের করার গবেষণাই এখন করছেন গ্রিফিনের গবেষক দলটি। তবে ব্রিগেড মাহের মনে করেন, আগামী কয়েক বছরের মধ্যেই এ চিকিতসা ব্যবস্থা বাজারে চলে আসবে।
সূত্রঃ ইন্টারনেট

নতুন কমেন্ট যুক্ত করুন