হজরত ইমাম মাহ্দী (আ.)-এর অদৃশ্যকালে শিয়াদের দায়িত্ব ও কর্তব্য

হজরত ইমাম মাহ্দী (আ.)-এর অদৃশ্যকালে শিয়াদের দায়িত্ব ও কর্তব্য

হজরত ইমাম মাহ্দী (আ.)-এর অদৃশ্যকালে শিয়াদের দায়িত্ব ও কর্তব্য 

ইমাম মাহদী, মাসুম, রাসূল, বিহারুল আনওয়ার, ইমাম আলী, ফাতিমাতুয্ যাহরা, ইমাম হাসান আসকারী, ইমাম, মুসা, ঈসা, আল্লাহ, ইমাম হুসাইন, ইমাম সাজ্জাদ, ইমাম বাকের, ইমাম জাফর সাদিক, ইমাম কাযিম, ইমাম মুসা রেযা, ইমাম তাকি আল জাওয়াদ, ইমাম হাদী, হাসান আসকারী

মাসুমিনদের (আ.) হাদীসসমুহের উপর দৃষ্টি রেখে, ইমাম (আ.)-এর অদৃশ্যকালে শিয়াদের জন্য যেসব দায়িত্ব ও কর্তব্য উল্লেখ করা হয়েছে যারকিছু অংশ এখানে তুলে ধরা হল:
১- অন্-র্দৃষ্টি ও জ্ঞান:শিয়াদের কর্তব্যগুলির মধ্যে একটি হচ্ছে, ইমাম (আ.)-কে সঠিকভাবে চেনা, তার গুন, শিষ্টাচার, বৈশিষ্ট্যগুলি ও তার আবির্ভাবের লক্ষনগুলি জানা, কেননা ইমাম (আ.)ওয়াজিবুল এতায়াত অর্থাৎ তাকে মান্য করা আবশ্যক। অতএব তার গুন ও বৈশিষ্টগুলি জানাপ্রয়োজন যাতে করে অন্য কেউ যদি এই পদের মিথ্যা দাবিও করে তবে যেন ইমাম (আ.)-কেচিনতে ভুল না করে। সুতারং ইমাম (আ.)-কে সঠিকভাবে চেনা ও জানা জরুরী এবংপ্রয়োজন।
২- সদকা ও দান করা ইমাম(আ.)-এর পক্ষ থেকে: এ কাজটি ইমাম (আ.)-এরও তার আধিপত্যের প্রতি ভালবাসা এবংআন্তরিকতার প্রমাণ দেয়।
সাইয়্যেদ ইবনে তা’উস তারনিজ গ্রন্থ কাশফুল মুহাজ্জাহ তে তার পুত্রকে এইরুপ আদেশ দেন: ...নিজের পক্ষ থেকেসদকা দেবার আগে ইমাম (আ.)-এর পক্ষ থেকে সদকা দেবে ও ইমাম (আ.)-এর জন্য দোয়া করতেঅগ্রবর্তী হবে এর কারণে ইমাম (আ.) তোমার প্রতি সুনজর ও অনুগ্রহ করবে।
৩- সমাজ সংশোধন, ন্যায়কাজে উপদেশ দেওয়া ও অন্যায় কাজে বাধা দেওয়ার চেষ্টা করা: শিয়াদের একটি গুরুত্বপূর্ণকর্তব্য হচ্ছে নিজ সমাজকে সংশোধন করা, অবশ্যই বলতে হবে যে ইমাম (আ.)-এর অদৃশ্যকালেতিনি নিজেই এ কাজে সবার শির্ষে, তাহলে কিভাবে সম্ভব যে সমাজ ইমাম (আ.)-এরআবির্ভাবের অপেক্ষায় থাকে ও ইমাম (আ.)-এর সন্তুষ্টির প্রতি চেয়ে থাকে,কিন্তু এক্ষেত্রে ইমাম (আ.)-কে অনুকরণ করবে না (কখনই তা সম্ভব নয়)।
৪- নিজেকে শোধন ও পরিশুদ্ধকরা: ইমাম সাদিক (আ.) বলেন: যদি কেউইমাম (আ.)-এর সাহাবা হতে চাই তাহলে অবশ্যইপ্রতীক্ষাকারী হতে হবে, এবং এ অবস্থাতে যদি মারা যায় ও ইমাম (আ.) আবির্ভাব করেতাহলে তার পুরষ্কার ঠিক তারই সমান যে ইমাম (আ.)-কে উপলব্ধি করেছে।
৫- ঈমান রক্ষার জন্য দোয়া: ইমাম (আ.)-এরঅদৃশ্যকালে বিভিন্নরকম বিপদ মানুষের মনকে হুমকি দেয় যার কারণে এ সমস্ত বিপদ ওহুমকির থেকে নিজেকে রক্ষা করারজন্য কঠিন চেষ্টা এবং তার সাথে সাথে আল্লাহরসাহায্যে চেয়ে দোয়া করতে হবে।
৬- ইমাম (আ.)-এর নাম শোনা মাত্রই তারসম্মানে উঠে দাড়ানো।
৭- ইমাম(আ.)-এর জন্য দোয়া করা শিয়াদের আরেকটি কর্তব্য।
৮- ইমাম (আ.)-এর বিরহতেব্যথিত থাকা শিয়াদের আরেকটি কর্তব্য।
৯- ইমাম (আ.)-এর আবির্ভাবের অপেক্ষায় থাকা আরেকটি কর্তব্য।
১০- ইমাম (আ.)-এর পক্ষ থেকে হজ্বে যাওয়া আরএকটি কর্তব্য শিয়াদের জন্য।
সূত্রঃ ইন্টারনেট
 

নতুন কমেন্ট যুক্ত করুন