পবিত্র কোরআন শরীফ ও ইমাম মাহদী (আ.) 

এটা স্পষ্ট যে, পৃথিবীর ব্যাপক ঘটনাবলী কোরআনের ঐশীআয়াতের মধ্যে নিহিত রয়েছে এবং কেবলমাত্র যারা তার গভীরে পৌঁছতে পারবে তারাইএসত্যকে উপলব্ধি করতে পারবে৷ তারাই হচেছন কোরআনের প্রকৃত কর্ণধার ও মোফাস্সেরঅর্থাৎ মহানবী হযরত মুহাম্মদ (সা.) ও তাঁর পবিত্র আহলে বাইত

পবিত্র কোরআন শরীফ ও ইমাম মাহদী (আ.) 
এটা স্পষ্ট যে, পৃথিবীর ব্যাপক ঘটনাবলী কোরআনের ঐশীআয়াতের মধ্যে নিহিত রয়েছে এবং কেবলমাত্র যারা তার গভীরে পৌঁছতে পারবে তারাইএসত্যকে উপলব্ধি করতে পারবে৷ তারাই হচেছন কোরআনের প্রকৃত কর্ণধার ও মোফাস্সেরঅর্থাৎ মহানবী হযরত মুহাম্মদ (সা.) ও তাঁর পবিত্র আহলে বাইত (আ.)গণ৷
আল্লাহর শেষ প্রতিনিধি পৃথিবীর এক মহান সত্য যারপ্রতি কোরআনের বিভিন্ন আয়াতে ইঙ্গিত করা হয়েছে এবং ওই সকল আয়াতের ব্যাখ্যায়ও বহুরেওয়ায়াত বর্ণিত হয়েছে নিম্নে তার কিছু তুলে ধরা হল:
যেমন সূরা আম্বিয়ার ১০৫ নং আয়াতে বলাহচেছ:
﴿وَلَقَدْ كَتَبْنَا فِي الزَّبُورِ مِن بَعْدِ الذِّكْرِ أَنَّ الْأَرْضَ يَرِثُهَا عِبَادِيَ الصَّالِحُونَ﴾
নিশ্চয়ই আমরা তৌরাতের পর যাবুরে উল্লেখ করেছি যে, যোগ্যতা সম্পন্ন বান্দারা পৃথিবীর আমাদের উত্তরাধিকারী হবে৷
ইমাম বাকের (আ.) বলেছেন:
ইমাম মাহদী (আ.) ও তাঁর সাহায্যকারীরা হচেছন সেইযোগ্য বান্দা যারা পৃথিবীর উত্তরাধিকারী হবেন (তাফসীরে কুম্মী খণ্ড- ২, পৃ.-৫২)৷
সূরা কাসাসের ৫ নং আয়াতে বর্ণিত হয়েছে:
﴿وَنُرِيدُ أَن نَّمُنَّ عَلَى الَّذِينَ اسْتُضْعِفُوا فِي الْأَرْضِ وَ نَجْعَلَهُمْ أَئِمَّةً  وَ نَجْعَلَهُمُ الْوَارِثِينَ﴾
এবং আমরা ইচছা করলাম যাদেরকে পৃথিবীর বুকে (বঞ্চিত)হীনবল করা হয়েছিল তাদেরকে নেতৃত্ব দান করতে এবং উত্তরাধিকারী করতে৷
ইমাম আলী (আ.) বলেছেন:
বঞ্চিত বা হীনবল বলতে রাসূল (সা.)-এর আহলে বাইতকেবোঝানো হয়েছে৷ অনেক প্রচেষ্টা ও কষ্টের পর আল্লাহ এই বংশের মাহদী (আ.)-কে প্রেরণকরবেন এবং তাকে উচচ মর্যাদা দান করবেন এবং শত্রুদেরকে কঠিন ভাবে লাঞ্চিত করবেন(গাইবাতে শেখ তুসী হাদীস ১৪৩, পৃ.-১৮৪)৷
সূরা হুদের ৮৬ নং আয়াতে বর্ণিত হয়েছে:
﴿بَقِيَّةُ اللّهِ خَيْرٌ لَّكُمْ إِن كُنتُم مُّؤْمِنِينَ﴾
আল্লাহর গচিছত সম্পদই তোমাদের জন্য যতেষ্ট যদি তোমরামুমিন হয়ে থাক৷
ইমাম বাকের (আ.) বলেছেন:
ইমাম মাহদী (আ.) আবির্ভূত হওয়ার পর কাবা গৃহে হেলানদিয়ে প্রথমে উক্ত আয়াতটি তেলাওয়াত করবেন৷ অতঃপর বলবেন:
انا بقية الله فی ارضه و خليفته و حجته عليکم
আমিই পৃথিবীর বুকে আল্লাহর গচিছত সম্পদ, তোমাদেরপ্রতি তাঁর উত্তরাধিকারী এবং হুজ্জাত৷
অতঃপর যারা তাঁকে সালাম করবে তারা বলবে:
السلام عليک يا بقية الله فی ارضه
আপনার প্রতি সালাম, হে পৃথিবীর বুকে আল্লাহ্র গচিছতসম্পদ (কামালুদ্ দ্বীন খণ্ড- ১, বাব ৩২, হাদীস ১৬, পৃষ্ঠা ৬০৩)৷
সূরা হাদীদের ১৭ নং আয়াতে বর্ণিত হয়েছে:
﴿اعْلَمُوا أَنَّ اللَّهَ يُحْيِي الْأَرْضَ بَعْدَ مَوْتِهَا قَدْ بَيَّنَّا لَكُمُ الْآيَاتِ لَعَلَّكُمْ تَعْقِلُونَ﴾
জেনে রাখ আল্লাহই ধরিত্রীকে তার মৃত্যুর পরপুনর্জীবিত করেন৷ আমি নির্দশনগুলি তোমাদের জন্য বিশদভাবে ব্যক্ত করেছি যাতে তোমরাবুঝতে পার৷
উক্ত আয়াতের ব্যাখ্যায় ইমাম জাফর সাদিক (আ.)বলেছেন:
আল্লাহ তাআলা ইমাম মাহদী (আ.)-এর নিষ্ঠার মাধ্যমেপৃথিবীকে পূনর্জীবিত করবেন৷ কেননা অত্যাচারিদের অত্যাচারের মাধ্যমে পৃথিবী মৃত্যুবরণ করেছিল।
সূত্রঃ ইন্টারনেট

নতুন কমেন্ট যুক্ত করুন