ইমাম মাহদী সুন্নিও শিয়া মাযহাবের দৃষ্টিতে

ইমাম মাহদী সুন্নিও শিয়া মাযহাবের দৃষ্টিতে

ইমাম মাহদী সুন্নিও শিয়া মাযহাবের দৃষ্টিতে

ইমাম মাহদী, মাসুম, রাসূল, বিহারুল আনওয়ার, ইমাম আলী, ফাতিমাতুয্ যাহরা, ইমাম হাসান আসকারী, ইমাম, মুসা, ঈসা, আল্লাহ, ইমাম হুসাইন, ইমাম সাজ্জাদ, ইমাম বাকের, ইমাম জাফর সাদিক, ইমাম কাযিম, ইমাম মুসা রেযা, ইমাম তাকি আল জাওয়াদ, ইমাম হাদী, হাসান আসকারী
সুন্নি মাযহাবের হাদীসথেকে:
১- রাসূলে আকরাম(সা.)হযরত মাহ্‌দী(আ.)-এর অবশ্য আবির্ভাবের ব্যাপারে বলেছেন : “যদিদুনিয়ার বয়স শেষ হতে আর মাত্র একদিন বাকী থাকে, আল্লাহ্‌ আমাদের বংশের থেকে একজনকেপাঠাবেন এই দুনিয়াতে আর্দশ ও ন্যায়ের প্রতিষ্ঠা করার জন্যে, যতই অন্যায় ও অত্যাচারদুনিয়াকে গ্রাস করে ফেলুক”।
দেখুন: মুসনাদে আহ্‌মাদবিন হাম্বাল, খণ্ড- ১, পৃ.- ৯৯, বৈরুত পুরাতন প্রিন্ট।
২- নবী(সা.)বলেছেন: “ততদিন পর্যন্ত ক্বিয়ামত আসবে নাযতদিন পর্যন্ত না আমার আহলে বাইতের মধ্য থেকে একজন এই দুনিয়ার দায়িত্ব গ্রহণ করবে, যার নাম আমার নামের অনুরূপ”।
দেখুন: মুসনাদে আহ্‌মাদবিন হাম্বাল, খণ্ড- ১, পৃ.-৩৭৬ ও ৪৩০, বৈরুত পুরাতন প্রিন্ট।
৩- নবী(সা.)বলেছেন: “যেমন আলী আমার পরে উম্মাতের ইমামতদ্রুপ ক্বায়েম মুন্তাযার (তাঁর সন্তানদের মধ্যে থেকে) যখন আবির্ভাব করবে যমিনকেন্যায়পরায়ণতায় ও আদর্শে ভরে দেবে, এই দুনিয়া যতই জুলুম ও অত্যাচারে ভরে থাকুক নাকেন। তাঁর কসম যিনি আমাকে সত্য পৌছে দেয়া ও ভয় প্রদর্শনের জন্য পাঠিয়েছেন।সন্দেহাত্বীতভাবে তারাই চিরস্থায়ী বা অমর যারা কিনা তাঁর অদৃশ্য থাকা সত্বেও তাঁরউপর ঈমান রাখে”।
যাবির উঠে দাড়িয়ে বলল: ইয়ারাসূল আল্লাহ্‌, আপনার সন্তানদের মধ্যে ক্বায়েম অদৃশ্যে থাকবে?
তিনি বললেন: “হ্যাঁ আমারআল্লাহ্‌র কসম। মু’মিনরা পরীক্ষিত আর কাফেররা ধবংস হয়ে যাবে। ওহে যাবির এই নির্দেশআল্লাহ্‌রই একটি নির্দেশ। এই রহস্যপূর্ণ বিষয়টি তার গুপ্ত বিষয়াবলীর মধ্যে একটি। যাতার বান্দাদের কাছে গোপন রেখেছেন, এটার ব্যাপারে সন্দেহ করা থেকে দুরে থাক কেননাআল্লাহ্‌র নির্দেশের ব্যাপারে সন্দেহ করা কাফেরী কাজ”।
দেখুন: মুসনাদে আহ্‌মাদবিন হাম্বাল, খণ্ড- ১, পৃ.-৩৭৬ ও ৪৩০, বৈরুত পুরাতন প্রিন্ট।
৪- সালমানে ফার্সী(রহ.)বলেন: একদিন নবীজির কাছে পৌছে দেখলাম, হুসাইন বিন আলীকে নিজের উরুর উপর বসিয়ে তার চোখ ও ঠোটে চুমা দিচ্ছিলেন আর বলছিলেন:“তুমি সাইয়্যেদ, সাইয়্যেদের সন্তান ও সাইয়্যেদের ভাই, তুমি ইমাম, ইমামের সন্তান ওইমামের ভাই, তুমি আল্লাহ্‌র হুজ্জাত, হুজ্জাতে খোদার সন্তান ও হুজ্জাতে খোদার ভাই, তুমি নয়জন হুজ্জাতে খোদার পিতা তাদের মধ্যে নবমজন হচ্ছে ক্বায়েমেমুনতাযার”।
দেখুন: ইউনাবিউলমাওয়াদ্দাহ্, পৃ.-৪৯২।
৫- ইমাম রেযা(আ.)বলেছেন: “হাসান বিন আলী আসকারীরস্থলাভিষিক্ত উপযুক্ত সন্তানই সাহেবুযযামান (যমানার মালিক) আর সেই হচ্ছে মাহ্‌দীমওউদ”।
দেখুন: ইউনাবিউলমাওয়াদ্দাহ্, পৃ.-৪৯১।
৬- হযরত মুহাম্মদমুস্তাফা(সা.) বলেছেন: “তোমাদেরকে মাহ্‌দীরসুসংবাদ দিচ্ছি, সে আমার উম্মতের মধ্যেই অভিষিক্ত হবে। যখন আমার উম্মত মতপার্থক্য ওপদস্থখলনের মধ্যে থাকবে। সুতরাং যমিনকে পরিপূর্ণভাবে ন্যায়পরায়ণতায় ও আদর্শে ভরেদেবে। তা যতই জুলুম ও অত্যাচারে ভরে থাকুক না কেন। আসমান ও জামিনের সকলেই তাঁর উপরসন্তুষ্ট হবে...”।
দেখুন: মুসনাদে আহ্‌মাদবিন হাম্বাল, খণ্ড- ২, পৃ.-৩৭, বৈরুত পুরাতন প্রিন্ট।
৭- ইমাম রেযা(আ.)বলেছেন: “যে লোকের সাধুতা থাকে না তাঁর কোনদ্বীন নেই। তোমাদের মধ্যে সেই আল্লাহ্‌র কাছে অধিক প্রিয় যার পরহেজগারীতা সকলেরউর্দ্ধে। পরে আরও বলেন : আমার বংশের চতুর্থ সন্তান যে এক সম্ভ্রান্ত কানিযের সন্তানআল্লাহ্‌ তাঁর মাধ্যমে যমিনকে যে কোন ধরনের জুলুম ও অন্যায় থেকে মুক্তি দিবেন এবংসে ওই ব্যক্তি যার ভূমিষ্টের ব্যাপারে মানুষের সন্দেহ থাকবে। সে অদৃশ্যে থাকবে।যখনআবির্ভূত হবেন তখন যমিন আল্লাহ্‌র নূরে নূরানীত হবে। আর মানুষের মাঝে ন্যায়েরমাপকাঠি স্থির করবে। যার কারণে কেউ অন্যের বিরুদ্ধে অত্যাচার করতে পারবে না...”।
দেখুন: ইউনাবিউলমাওয়াদ্দাহ্, পৃ.-৪৪৮।
৮- আমিরুল মু’মিনিন আলী(আ.)বলেছেন: “আল্লাহ্‌ রাববুল আ’লামিন একটি দলকেআনবেন যারা তাকে ভালবাসে এবং তিনিও তাদেরকে ভালবাসেন। তাদের মধ্যে সেই তাঁরপ্রতিনিধিত্বের পর্যায়ে পৌছাবে যে বর্তমানে পর্দার আড়ালে গোপন। সে হচ্ছে মাহ্‌দীমওউদ (ইমাম মাহ্‌দী) ... যমিনকে পরিপূর্ণভাবে আদর্শ ও ন্যায়পরায়ণতায় ভরে দিবে এবং একাজে করতে তাঁর কোন প্রকার সমস্যা বা অসুবিধা হবে না। শিশু বয়সেই সে তাঁর বাবা-মারকাছ থেকে দুরে থাকবে ... মুসলমানদের অঞ্চলগুলোকে নিরাপত্তার সাথে জয় করবে। সময় তাঁরজন্যে প্রস্তুত ও পরিচ্ছন্ন হবে। তাঁর কথায় যুক্তি থাকবে এবং নবীন-প্রবীণ সকলেইতাকে অনুসরণ করে চলবে। ঠিক যে সময় তাঁর ইমামত পরিপূর্ণতায় পৌছাবে ও তাঁর খেলাফতপ্রতিষ্ঠিত হবে সে সময় যারা কবরে শুয়ে আছে তাদেরকে আল্লাহ্‌ তা’য়ালা পুনরায় জীবিতকরবেন। তাদের সকাল হবে যখন তারা তাদের কবরের মধ্যে থাকবে না। এই পৃথিবী ইমামমাহ্‌দী(আ.তা. ফা. শা.)-এর পরশ পেয়ে তারহারিয়ে যাওয়া রূপ বা সৌন্দর্যকে পুনরায় ফিরে পাবে। চারিদিক ফুলে-ফলে, শস্য-শ্যামলেভরে উঠবে, নদ-নদী নির্মল পানির কলতানে বয়ে যাবে, পাখিরা কিচির-মিচির শব্দে নেচেগেয়ে ঘরে ফিরবে। মানুষের অন্তরগুলি অন্যায়, পাপাচার, শত্রুতা, ফিতনা থেকে দুরে সরেগিয়ে একে অপরের প্রতি ভালবাসায়, ভালকাজে লিপ্ত হবে। আর তাদের সবকিছুই তখন বরকতময়হয়ে উঠবে। এর বেশী কিছু বলার প্রয়োজন দেখছি না শুধুমাত্র ঐ দিনের প্রতি আমারশুভেচ্ছা রইলো”।
দেখুন: ইউনাবিউলমাওয়াদ্দাহ্, পৃ.-৪৬৭।
শিয়া মাযহাবের হাদীস থেকে:
১- ইমাম সাদিক(আ.)বলেছেন: “মানুষ তাদের ইমামকে হারিয়ে ফেলেছে।কিন্তু সে হজ্ব মৌসুমে সেখানে উপস্থিত হয়ে তাদেরকে দেখে। কিন্তু মানুষ তাকে দেখতেপায় না”।
দেখুন: উছূলে কাফি, খণ্ড-১, পৃ.-৩৩৭।
২- আসবাগ বিন নাবাতাহ্‌বলেন: আমিরুল মু’মিনিন আলী(আ.)-এর সমীপে উপস্থিতহয়ে তাকে চিন্তায় মগ্ন থাকতে দেখলাম, তিনি আঙ্গুল মোবারক দিয়ে মাটিতে টোকাদিচ্ছিলেন। বললাম: আপনাকে কেন চিন্তিত লাগছে, আপনি কি দুনিয়ার প্রতি ভালবাসারাখেন?
বললেন: “না, আল্লাহরসাক্ষি কখনও এই দুনিয়ার প্রতি ভালবাসা আমার ছিল না বা এখনও নেই। এক জাতকের বিষয়েচিন্তা করছি যে আমার বংশ থেকে আসবে এবং আমার সন্তানদের মধ্যে একাদ্বশতম ব্যক্তি সে।তার নাম “মাহ্‌দী”। সে দুনিয়াকে ন্যায়পরায়ণতায় ও আদর্শে ভরে দেবে। তা যতই জুলুম ওঅত্যাচারে ডুবে থাকুক না কেন। সে অদৃশ্য অবস্থায় থাকবে যার কারণে একদল ধবংস প্রাপ্তহবে এবং অন্য একদল হবে হেদায়ত প্রাপ্ত ...”।
দেখুন: উছূলে কাফি, খণ্ড-১, পৃ.-৩৩৮।
৩- ইমাম সাদিক(আ.)বলেছেন: “যদি তোমাদের কাছে খবর পৌছায় যে, যমানারইমাম অদৃশ্যে আছেন তবে তাঁর এই অদৃশ্য হওয়ার খবরটিকে অস্বীকার করবেনা”।
দেখুন: উছূলে কাফি, খণ্ড-১, পৃ.-৩৩৮।
৪- তিনি আরও বলেছেন:“ক্বায়েম (ইমাম মাহ্‌দী) দুইটি অদৃশ্যতে থাকবে যার একটি সল্প মেয়াদী এবং অন্যটিদীর্ঘমেয়াদী। সল্প মেয়াদী অদৃশ্যতে তাঁর প্রকৃত অনুসারী ছাড়া তাকে কেউ দেখতে পাবেনা এবং দীর্ঘ মেয়াদী অদৃশ্যতে তাঁর অতি নিকটের লোকেরা ছাড়া অন্য কেউ তাঁর ব্যাপারেজানতে পারবে না”।
দেখুন: উছূলে কাফি, খণ্ড-১, পৃ.-৩৪০।
৫- তিনি আরও বলেছেন:“ক্বায়েম (ইমাম মাহ্‌দী) এমন সময় কিয়াম করবে যখন তার প্রতি কেউ চুক্তিতে আবদ্ধ নয়বা কেউ তাঁর হাতে বাইয়াত গ্রহণ করে নি”।
দেখুন: উছূলে কাফি, খণ্ড-১, পৃ.-৩৪২।
৬- নবী করিম(সা.)বলেছেন: “কায়েম (ইমাম মাহ্‌দী) আমারসন্তান, তার নাম ও ডাক নাম আমার নাম ও ডাক নামের অনুরূপ। দেখতেও অবিকল আমার মত।শরীরের গড়ন ও গঠন আমার মতই। তার সুন্নতই হচ্ছে আমার সুন্নত। মানুষকে আমার দ্বীন ওশরিয়তের এবং আল্লাহ্‌র কিতাবের প্রতি দাওয়াত দেবে। যারা তাকে অনুসরণ করবে তারাআমাকে অনুসরণ করলো এবং যারা তাঁর সাথে বিরোধীতা করবে তারা আমার সাথে বিরোধীতা করলো।আর যারা তাঁর অদৃশ্য থাকাকে অস্বীকার করবে তারা আমাকে অস্বীকার করলো”।
দেখুন: আ’য়ালামুল ওয়ারী, পৃ.-৪২৫।
৭- ইমাম সাজ্জাদ(আ.)বলেছেন: “আমাদের ক্বায়েমের (ইমাম মাহ্‌দী) সাথেবিভিন্ন নবীদের মিল রয়েছে। যেমন মিল রয়েছে নূহ, ইব্রাহীম, মুসা, ঈসা, আইয়ুব ও হযরতমুহাম্মদ মুস্তাফা(সা.)-এর সাথে। নূহ নবীর সাথেবয়সের দিক দিয়ে। ইব্রাহীম নবীর সাথে গোপনে ভুমিষ্ট হওয়া ও মানুষের থেকে দুরে থাকা।মুসা নবীর সাথে জীবন নাশের আশঙ্কা ও অদৃশ্য থাকা। ঈসা নবীর সাথে মানুষ যেভাবে তারব্যাপারে মতবিরোধ করেছিল সে দিক দিয়ে। আইয়ুব নবীর সাথে যেমন তার দুঃখ-বেদনা উদ্বেগলাঘব হয়ে কার্যোদ্ধারের পথ সুগম হয়েছিল। নবী করিম(সা.)-এর সাথে তার মত তলোয়ার হাতে ক্বিয়ামকরা”।
দেখুন: কামালুদ্দিন, পৃ.-৩২২, ৩১ তম অধ্যায়, হা.-৩।
৮- ইমাম সাদিক(আ.)বলেছেন: “এরূপ যে শেষ যমানার ইমাম অদৃশ্যেথাকবে। ঐ সময় আল্লাহ্‌র বান্দারা অবশ্যই যেন তাকওয়ার (পরহিযগারীতার) উপর দৃঢ় ওআল্লাহর দ্বীনকে আকড়ে থাকে”।
দেখুন: কামালুদ্দিন, পৃ.-৩২২, ৩৩ তম অধ্যায়, হা.-৫।
৯- তিনি আরও বলেছেন:“মানুষের সামনে এমন এক সময় আসবে যখন তাদের ইমাম তাদের চোখের অন্তরালে (অদৃশ্যে)থাকবে”।
যুরারে বলেন: ইমামকেজিজ্ঞাসা করলাম যে, ঐ সময় মানুষের দায়িত্ব বা করণীয় কি?
বললেন: “যা কিছু তাদেরকেআগেই বলা হয়েছে বা তাদের কাছে আগেই পৌছেছে (অর্থাৎ দ্বীনের প্রতি বিশ্বাস ও তারদেয়া আদেশ-নির্দেশ) তা যমানার ইমাম আবির্ভাব করা পর্যন্ত মেনে চলা”।
দেখুন: কামালুদ্দিন, পৃ.-৩৫০, ৩৩ তম অধ্যায়, হা.-৪৪।
১০- তিনি আরও বলেছেন: “এইঘটনাটি (ইমামের আবির্ভাব ও তার ক্বিয়াম করা) ওই সময় সংঘটিত হবে। যখন সব ধরনের মানুষবা গোষ্ঠি মানুষের উপর শাসনকার্য পরিচালনা করার কাজ শেষ করবে।যাতে করে কেউ বলতে নাপারে যে আমাদের হাতে ক্ষমতা থাকলে আমরাও ন্যায়পরায়ণতা ও আদর্শকে প্রতিষ্ঠা করতাম বাতার ভিত্তিতে শাসনকার্য পরিচালনা করতাম। অবশেষে ক্বায়েম (ইমাম মাহ্‌দী)ন্যায়পরায়ণতা ও আদর্শের পক্ষে কিয়াম করবেন”।
দেখুন: ইসবাতুল হুদাত, খণ্ড-৭, পৃ.-৪২৭ থেকে ৪২৮ পর্যন্ত।
ইসলামি মাযহাবসমূহেরহাদীসসমূহ আলোচিত হয়েছে। উল্লেখিত দু’পক্ষের হাদীসসমূহকে বিচার বিশ্লেষণ করলে যেফলাফল পাওয়া যায় তা হচ্ছে:
১- দু’পক্ষের হাদীসবেত্তাগণ এ বিষয়ে একমত যে, শেষ যমানায় ইমামমাহদী(আ. তা. ফা. শা.)আবির্ভূত হবেন এবং দুনিয়ার সকলঅন্যায়-অত্যাচার-যুলুম, ফিতনা-ফ্যাসাদকে ধ্বংস করে ন্যায়পরায়ণতা যা আল্লাহর আইন তাপ্রতিষ্ঠা করবেন। আর রাসূলে খোদা(সা.)-এর বর্ণনাঅনুযায়ী তিনি হচ্ছেন ইমাম হুসাইন(আ.)-এর বংশেরনবম সন্তান, ইমাম রেযা(আ.)-এর বংশের চতুর্থসন্তান এবং ইমাম হাসান আসকারী(আ.)-এর ঔরসজাতসন্তান।
২- দু’পক্ষের হাদীস থেকেতিনি যে জন্মগ্রহণ করেছেন তা স্পষ্ট প্রমাণীত।
সূত্রঃ ইন্টারনেট
 

নতুন কমেন্ট যুক্ত করুন