امام حسن ع

ইমাম হাসান (আঃ) পবিত্র আহলে বাইতের দ্বিতীয় ইমাম। তিনি মোয়াবিয়ার শড়যন্ত্রে শহিদ হন। তাঁর পবিত্র রওজা মাদিনায় রয়েছে।
ইমাম হাসান (আ.) অত্যন্ত উদার ব্যক্তি ছিলেন। তিনি নিজ হাতে দরিদ্রদেরকে দান করতেন। তাঁর নিকট কোন অভাবী ব্যক্তি সাহায্য কামনা করার পর খালি হাতে ফিরে যেত না। তিনি অত্যন্ত দয়াবান ও ক্ষমাশীল ছিলেন।
ইমাম হাসান (আ.) পবিত্র মদিনা নগরীতে তৃতীয় হিজরীতে জন্ম গ্রহণ করেন। তাঁর নানা হচ্ছেন হজরত মুহাম্মাদ (সা.) এবং পিতা হজরত আলী (আ.) এবং তাঁর মাতা হজরত ফাতেমা (আ.)। তিনি বেহেশতের যুবকদের সরদার।
ইমাম হাসান (আ.) পবিত্র মদিনা নগরীতে তৃতীয় হিজরীতে জন্ম গ্রহণ করেন। তাঁর নানা হচ্ছেন হজরত মুহাম্মাদ (সা.) এবং পিতা হজরত আলী (আ.) এবং তাঁর মাতা হজরত ফাতেমা (আ.)। তিনি বেহেশতের যুবকদের সরদার।
ইমাম হাসান (আ.) একদিকে যেমন একজন নির্ভীক বীর ছিলেন অন্য দিকে তেমন একজন সহনশীল ব্যক্তি ছিলেন। তিনি কখনো কাউরো সাথে রেগে কথা বলতেন না। তিনি সকলকে ক্ষমা করে দিতেন।
নবিগণের নুর পবিত্র। তারা কোন অপবিত্র স্থানে বসবাস করতে পারে না। নবিগণের বংশ অর্থাৎ পিতা-মাতা কখনো আল্লাহর সাথে শিরক করেননি ।